adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চুম্বনের চমক

প্রথম মনের মানুষটিকে দেয়া চুম্বন এখনো ভুলতে পারেননি তো? না ভোলাটাই স্বাভাবিক৷ চুম্বন এমন একটা জিনিষ যা দুটো ঠোঁটের মতো দুটি মানুষকেও একসূত্রে বেঁধে দেয়৷ প্রিয় মানুষটিকে যদি চুমুও না খেলেন তবে আর প্রেম করে লাভ কী? চম্বুন মন ভালো রাখতে পারে সাংঘাতিক ভাবে৷ তবে জানেন কী এর কিন্তু প্রচুর স্বাস্হ্য উপকারিতাও রয়েছে৷ তাই চুম্বনের চমক রইল আপনাদের জন্য৷

•    চুম্বন প্রচুর পরিমাণে ক্যালোরি ঝড়াতে সক্ষম৷ তার মানেই আপনার ওজন কমতে পারে একনিমেষে৷ ২০ মিনিটের কসরতে ৪০ কিলোক্যালোরি কম হয়৷ কিন্তু এই সমপরিমাণ ক্যালোরি আপনি কমাতে পারেন একটা চুমুতে৷

•    চুম্বন একটি বৃক্করস উৎপাদনকারী কার্যকলাপ৷ এই বৃক্করস হৃদপিন্ডকে সংকোচনে সাহায্য করে ফলে সারা শরীরে রক্তের সঞ্চালন সঠিক থাকে৷ দৌড়লে বা বাইসাইকেল চালালে তার যে প্রভাব হৃদয়ের উপর পড়ে সেই একই প্রকার প্রভাব চুম্বনের মাধ্যমে পড়ে থাকে৷

•    চুম্বন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভীষন পরিমাণে উপযোগি৷ চুম্বনের মাধ্যমে যে লালারসের আদান প্রদান হয় তা শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি উৎপাদন করে৷ এই অ্যান্টিবডি গুলিই আপনাকে বিভিন্ন রোগের থেকে লড়াই করার ক্ষমতা প্রদান করে৷ চুম্বন অনেকটাই প্রতিশেধকের মতন কাজ করে৷

•    চুম্বনের ফলে আপনি আপনার রূপ ধরে রাখতে পারবেন অনেকদিন৷ চুম্বনের জন্য মুখের তিরিশটি পেশীর প্রয়োজন পড়ে৷ এটির সাহায্যে আপনার মুখের ত্বক টানটান থাকে এবং মুখে রক্তচলাচল সঠিক পরিমাণে হয়৷ মুখের রক্তচলাচল হল সুন্দর থাকার সবচেয়ে সহজ ও সস্তা উপায়৷ এতে মুখের বলিরেখা ও দাগ দূর হয়৷

•    চুম্বনের সময় স্যালাইভার আদানপ্রদান হয়৷ এটি শরীরে প্রাকযতিক অ্যান্টি বায়োটিক টৈরি করে যা পাকস্থলীর সমস্যা ও মুত্রাশয়ের সংক্রমণ থেকে বাঁচায়৷

•    চুম্বন মন ভালো রাখার একটি অন্যতম উপায়৷ এটি অক্সিটোসিনের মাত্রা বৃদ্ধি করে৷ এই অক্সিটোসিন একটি অভিজাত হরমোন যা মস্তিষ্কে শান্তি অনুভুতি প্রচার করে৷ তাই মানসিক চাপ বা অবসাদ কমাতে এটি সর্বাধিক গ্রহণযোগ্য৷-ওয়েবসাইট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া