adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সচিবসহ ১৮৭ কর্মকর্তা ওএসডিতে

2016_02_29_17_46_28_8XJIgRufXwt30GivJBE4lDnb9tRzKC_originalনিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘সচিবসহ ১৮৭ জন সরকারি কর্মকর্তা অফিসার ইন স্পেশাল ডিউটিতে (ওসডি) রয়েছেন। এর মধ্যে বর্তমানে ২ জন সচিব, ১৭ জন অতিরিক্ত সচিব, ৭২ জন যুগ্ম সচিব, ৪৫ জন উপসচিব, ৩৫ জন সিনিয়র সহকারী সচিব ও ১৬ জন সহকারী সচিব রয়েছেন।’

সোমবার বিকেলে ১০ম জাতীয় সংসদের ৯ম অধিবেশনে মহিলা আসন-৬ এর সংসদ সদস্য সেলিনা বেগমের এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বৃদ্ধি করে ৩৫ বছর করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।’

রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ এর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জনপ্রশাসনকে দক্ষ, নিরপেক্ষ ও জনগণের আস্থাভাজন করার জন্য নবীন কর্মকর্তাদেরও বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে ৪ মাসের স্থলে ৬ মাসে উন্নীত করা হয়েছে। এছাড়া অন্যান্য প্রশিক্ষণের মেয়াদ বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

সৈয়দ আশরাফ বলেন, ‘জনপ্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা অর্জনের লক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে প্রবেশের সময় সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি-১৩ অনুযায়ী সম্পদেরও হিসাব বিবরণী গ্রহণ এবং সম্পদ অর্জনের ক্ষেত্রে বৈধ আয়ের উৎস প্রদর্শনপূর্বক অনুমতি প্রদান করা হয়েছে।’

সরকার দলীয় সংসদ গোলাম দস্তগীর গাজীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ‘ডিসেম্বর ২০১৪ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর বা সংস্থায় ৩ লাখ ২ হাজার ৯০৪টি (৩,০২,৯০৪) পদ শূন্য ছিল। এর মধ্যে ৯ম তদূর্ধ্ব গ্রেড (১ম শ্রেণি) ৩৯ হাজার ৫৬৪টি, ১০-১২ গ্রেড (২য় শ্রেণি) ৩০ হাজার ৪২২টি, ১৩-১৭  গ্রেড (৩য় শ্রেণি) ১ লাখ ৬৩ হাজার ৪১৭টি এবং ১৮-২০ গ্রেড (৪র্থ শ্রেণি) ৬৯ হাজার ৫০১টি পদ খালি আছে।’

এদিকে ২০১৫ সালের তথ্য হালনাগাদ কার্যক্রম চলমান আছে। হালনাগাদকৃত তথ্য সংসদকে পরবর্তী সময়ে জানানো হবে। শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া