adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে প্রাথমিকে প্রধান শিক্ষকের ৭৯৫২টি পদ শূন্য

1455249992ডেস্ক রিপোর্ট : সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের মোট সাত হাজার ৯৫২টি পদ খালি আছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন এই তথ্য জানিয়েছেন।

জাতীয় সংসদে বৃহস্পতিবার জাতীয় পার্টির সদস্য এ কে এম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নতুন জাতীয়করণ হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মোট শূন্য পদ ৮ হাজার ২৫৫টি।

তিনি বলেন, প্রধান শিক্ষক পদটি ইতোমধ্যে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়েছে। বিধি অনুযায়ী এসব পদে নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
সরকারি দলের নূরজাহান বেগমের অন্য এক প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, নবজাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে চাহিদার ভিত্তিতে নতুন ভবন বা শ্রেণীকক্ষ নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে এবং এ লক্ষ্যে একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে, যা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সরকারি দলের মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, শিক্ষানীতি-২০১০ বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশে পর্যায়ক্রমে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি চালু করা হচ্ছে। ২০১৩ সালে ৪৯১টি, ২০১৪ সালে ১৯২টি এবং ২০১৫ সালে ৭৭টি বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি চালু হয়েছে। ২০১৫ সালে ৪৫৭টি বিদ্যালয়ে ৮ম শ্রেণি চালু হয়েছে এবং শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া