adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে বোন হত্যায় ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড

court26_105003ডেস্ক রিপোর্ট : রংপুরের পীরগঞ্জে বোন আনজিলাকে গলাকেটে হত্যার দায়ে ভাইসহ পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

 ৯ মার্চ বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পীরগঞ্জ উপজেলার পারকুমারপুর এলাকার আব্দুল মজিদ, মনিরুল ইসলাম, আনারুল ইসলাম, আনিছুল ইসলাম এবং এমদাদুল ইসলাম। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এজাহার সূত্রে জানা গেছে, পীরগঞ্জের পার কুমারপুর গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে আনজিনা খাতুনের স্বামী পাগল হওয়ায় তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। রাতে ভাই আব্দুল মজিদের বাসায় থাকতেন। ঘটনার দিন ২০০৬ সালের ৯ মার্চ রাত ৮টার দিকে খাওয়া-দাওয়ার পর আনজিলা ঘুমাতে যায়। পরদিন সকালে এলাকার একটি বাঁশ ঝাড়ে তার গলাকাটা মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। টাকা-পয়সা লেনদেনের সংক্রান্ত ঘটনায় তাকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের আরেক ভাই আব্দুল বাকী ভাই আব্দুল মজিদসহ ৫ জনকে আসামি করে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু আব্দুল্লাহ ২০০৬ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া