adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজনীতিতে আবার সরব হলেন মওদুদ

৯ মাস পর প্রকাশ্যে মওদুদনিজস্ব প্রতিবেদক : বিএনপি ক্ষমতায় এলে সম্প্রচার নীতিমালা বাতিল করা হবে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে টিভি ও সংবাদপত্র কোনো অজুহাতে বন্ধ হবে না। কোনো সাংবাদিককে সংবাদের কাজের জন্য জেলে যেতে হবে না। বিএনপি ভিন্ন ধারার সরকার গঠন করবে। অপরাজনীতি থেকে বেরিয়ে আসবে বিএনপি।’
জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে শুক্রবার বেলা ১২টার দিকে সাংবাদিক স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এ আলোচনার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফউইজের সিনিয়র সহ সভাপতি এম আব্দুল্লাহ।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন জাহাঙ্গীর আলম প্রধান মাইকে মওদুদ আহমদের নাম ঘোষণা করার সময় বলেন, নয় মাস পর কোনো আলোচনা সভায় আসলেন তিনি। এটাই তার প্রথম সভা।
এর জবাবে প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই মওদুদ বলেন, ‘অনেক দিন যাবত আমার নীরবতা, আমি কোনো আলোচনায় সভায় কথা বলছি না। দেশে রাজনীতি নেই। এই জন্যই আমি কথা বলতে অনুপ্রাণিত হয়নি।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া