adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, মৃত্ শিশুকে আইসিউতে রেখে টাকা আদায়- আটক ৬

fc1c1cded6e5df0132a8b993659077e8-নিজস্ব প্রতিবেদক : মারা যাওয়ার একদিন পরও এক শিশুকে আইসিইউতে রেখে মোটা অংকের টাকা আদায় করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, নিহত শিশুটিকে জীবিত দেখিয়ে ভর্তি রেখে পরিবারের কাছ থেকে মোটা অংকের অর্থ নিচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযান চালানোর সময় দেখি বাচ্চাটি গত মঙ্গলবার থেকেই ক্লিনিক্যালি ডেড। তাদের ফাইলপত্রেও বাচ্চাটি মৃত উল্লেখ থাকলেও পরিবারকে বাচ্চাটি জীবিত বলে জানানো হয়।
এ ঘটনায় ছয়জনকে আটক করেছে র‌্যাব। এরা হলেন,  মো. নজরুল ইসলাম (৩৯), ডা. শরিফুজ্জামান (২৯), মো. কাওসার (৫২), মোছা. লিজা (২৫), মনতেশ মণ্ডল (৩৮), সমুন মণ্ডল (২৮)।
র‌্যাব সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অভিযানের তথ্য জানানো হয়। এতে জানানো হয়, ‘গত ৯ ফেব্রুয়ারি ১ বছর ৪ মাসের এক শিশু আইসিইউতে মারা গেলেও শিশুটিকে জীবিত দেখিয়ে হাসপাতালে ভর্তি রেখে চিকিতসার নামে পরিবারের কাছ থেকে মোটা অংকের অর্থ আদায় করা হচ্ছে। এছাড়া অনভিজ্ঞ ডাক্তার দিয়ে শিশু রোগের চিকিতসা করা হচ্ছে।’
বিজ্ঞপ্তিতে আরও যেসব অনিয়মের কথা জানানো হয় তা হলো, চিকিতসার জন্য মেডিক্যাল বোর্ড গঠনের কোনও ব্যবস্থা না থাকা, বায়োকেমিস্ট্র ল্যাব না থাকা, মেডিক্যাল টেকনোলজিস্টের একাডেমিক সার্টিফিকেট না থাকা,  টেস্ট করার কথা বললেও এইচআইভি এইডস টেস্ট করার প্রয়োজনীয় মেশিন না থাকা, রি-এজেন্ট সংরক্ষণ করার জন্য ফ্রিজে নিদিষ্ট পরিমাণ তাপমাত্রা না থাকা, রি-এজেন্ট ও স্যাম্পল একসঙ্গে নরমাল ফ্রিজে রাখা, সিড়ি-ঘর ল্যাব হিসেবে ব্যবহার করা, ল্যাব টেকনিশিয়ান না থাকা, পর্যাপ্ত ডাক্তার ও নার্স না থাকা, এক্স-রে রুমের সামনে নির্দেশক বোর্ড না থাকা, বিভিন্ন রোগের টেস্টের জন্য অত্যন্ত নিম্নমানের উপাদান ব্যবহার করা।

এছাড়া ১২ ধরনের এন্টিবায়োটিকসহ অন্যান্য অননুমোদিত ওষুধ বিক্রয় করা, রোগীদের ডায়াগনেস্টিক রিপোর্ট প্রস্তুতকারী, নিরীক্ষণকারী ও বিশেষজ্ঞ ডাক্তারের স্বাক্ষর না থাকার অপরাধ করেছে হাসপাতালটি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় হাসপাতাল কর্তৃপক্ষ ও বিভিন্ন কর্মকর্তাকে সর্বমোট ১১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন।

হাসপাতালটির প্রধান নির্বাহী ডা. আরএম সামিউল হাসানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনও মন্তব্য নেই। সংশ্লিষ্ট বিষেশজ্ঞ চিকিতসক এ বিষয়ে ভালো বলতে পারবেন।’

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন র‌্যাব-২ এর উপ-পরিচালক ড. মো. দিদারুল আলম এবং উপ-পরচিালক মেজর মো. আতাউর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মো. শাহজাহান এবং ড্রাগ অধিদপ্তরের ড্রাগ সুপার অজিউল্লাহ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া