adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে ড্রোন, স্টানগান উদ্ধার

CTG-NEWSডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ক্যামেরাযুক্ত একটি ড্রোন ও ইলেকট্রিক ক্ষমতাসম্পন্ন একটি সিকিউরিটি স্টানগান উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।
এ ঘটনায় দুবাই ফেরত যাত্রী সোলেয়মানকে (৩৫) আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোলায়মানের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।
বিমানবন্দর কাস্টমস কর্মকর্তা মিনহাজ উদ্দিন  জানান, মঙ্গলবার দুপুরে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা সোলেয়মানের লাগেজে তল্লাশি চালিয়ে ড্রোন ও সিকিউরিটি স্টানগান জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করা হয়।
তিনি বলেন, ‘আমরা এগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠাই এবং বুধবার জানতে পারি এর মধ্যে ২ দশমিক ৪ গিগাহার্টজের ক্যামরাযুক্ত একটি ড্রোন এবং ১ মিলিয়ন ভোল্টেজের ইলেকট্রিক শক দেওয়ার ক্ষমতাসম্পন্ন একটি সিকিউরিটি স্টানগান রয়েছে। বেআইনিভাবে এগুলো আনায় সোলেয়মানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া