adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যান্ডারসন তাণ্ডবে সিরিজ জিতল নিউ জিল্যান্ড

corey+andersonস্পোর্টস ডেস্ক : কোরি অ্যান্ডারসনের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে নিউ জিল্যান্ড। বিশাল লক্ষ্য দেওয়ার পর বোলারদের দারুণ বোলিংয়ে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সহজেই পাকিস্তানকে হারিয়েছে স্বাগতিকরা। ৯৫ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে কেন উইলিয়ামসনের দল। 
টি-টোয়েন্টিতে এটাই নিউ জিল্যান্ডের সবচেয়ে বড় ব্যবধানে জয়। অন্য দিকে, এই সংস্করণে পাকিস্তানের এটি সবচেয়ে বড় হার।
শুক্রবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪২ বলে অ্যান্ডারসনের ৮২ রানে ৫ উইকেটে ১৯৬ রান করে নিউ জিল্যান্ড। জবাবে ১৬ ওভার ১ বলে ১০১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দিক হারায় পাকিস্তান। ১৫ রানের মধ্যে প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় তারা।

সরফরাজ আহমেদই (৪১) যা একটু লড়াই করেছেন। তিনি ছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল শোয়েব মালিক (১৪)।
নিউ জিল্যান্ডের অ্যাডাম মিল্ন (৩/৮) ও গ্রান্ট এলিয়ট (৩/৭) তিনটি করে উইকেট নেন। অ্যান্ডারসন দুই উইকেট নেন ১৭ রানে। এর আগে উইলিয়ামসনের সঙ্গে মার্টিন গাপটিলের ৫৭ রানের জুটি উড়ন্ত সূচনা এনে দেয় নিউ জিল্যান্ডকে। গাপটিলকে ফিরিয়ে ৬ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি ভাঙেন আফ্রিদি। তার বলে উমর আকমলকে ক্যাচ দেওয়ার আগে ১৯ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন গাপটিল।
রান আউট হয়ে দ্রুত ফিরে যান কলিন মানরো। তবে তার কোনো প্রভাব পড়েনি স্বাগতিকদের ইনিংসে। উইলিয়ামসন-অ্যান্ডারসন বড় সংগ্রহের পথেই রাখেন দলকে। ওয়াহাব রিয়াজের বলে শোয়েব মালিকের তালুবন্দি হওয়ার আগে ৩৪ বলে ৩৩ রান করেন উইলিয়ামসন। চোট পেয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান রস টেইলর। দ্রুত ফিরে যান গ্রান্ট এলিয়ট, লুক রনকি। তবে দলকে দুইশ’ রানের কাছাকাছি নিয়ে যান টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতক পাওয়া অ্যান্ডারসন।
শেষ পর্যন্ত ৮২ রানে অপরাজিত থাকেন অ্যান্ডারসন। এই অলরাউন্ডারের ৪২ বলের ইনিংসটি ৬টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ।
৪৩ রানে দুই উইকেট নেন পাকিস্তানের পেসার ওয়াহাব। আফ্রিদি এক উইকেট নেন ২৭ রানে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া