adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমি শেখ জামালে খেলব না, বাড়ী ফিরতে চাই-অধিনায়ক মামুনুল

IMG_20160119_141246জহির ভূইয়া ঃ বঙ্গবন্ধু গোল্ডকাপে জাতীয় ফুটবল দল সেমিতে বাদ হয়ে গেছে। এমনিতেই মন খারাপ। তার উপর শেখ জামালের কর্মকর্তাদের চাপের মুখে দিশেহারা অবস্থা ছিল জাতীয় দলে খেলা শেখ জামালের ১১ ফুটবলারের। তাদের মধ্যে সবচেয়ে বেশি ঝড় সামলিয়েছেন অধিনায়ক মামুনুল। নিরাপত্তা নেই তাই নিরাপত্তা চেয়ে বাফুফের কাছে লিখিত ভাবে বাড়ী ফেরার আবদেন করলেন মামুনুল। সাংবাদিকদের কাছে খোলামেলা ভাবে অনেক কিছুই জানালেন।

আগের রাতে হোটেলে শেখ জামালের চাপের মুখে রাত পার করে সকালেই বাফুফে ভবনে চলে আসেন ১১ ফুটবলার। এরপর থেকেই শেখ জামালের কর্মকর্তাদের চাপের পর চাপ আসতে থাকে। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন অধিনায়ক মামুনুল। তিনি চট্টগ্রামে বাড়ী যেতে চান। পরিবারের কাছে ফিরতে চান তিনি। সাংবাদিকদের বলেন,“দেখুন হেরে গেছি। মন খারাপ। অথচ শেখ জামাল আমাদের উপর চাপ দিয়ে যাচ্ছে তাতে মাথা ঠিক রাখা কঠিন। আমি শেখ জামালে খেলব না। আমি আপাতত বাড়ী যেতে চাই। আমার মনের অবস্থা ভাল না। আমি এ কারনে নিরাপত্তা চেয়ে বাফুফের কাছে চিঠি দিয়েছি।” আপনার সঙ্গে শেখ জামালের গাফ্ফার চৌধুরীর আলোচনা হল অনেকটা সময়। কি হল তাতে? জবাবে মামুনুল বলেন,“আমি তাকে যা বলার বলেছি। আমি বাড়ী যাব। আমি শেখ জামালে যেতে আগ্রহী নই। নতুন মৌসুমে নতুন করে সব চিন্তা করব। শেখ জামাল যেটা গত মৌসুমে করেছে সেটা এবার আর হবে না। গত আসরে তো ইচ্ছে মতো স্বাক্ষর করিয়েছে। আমার যা পাওনা আমি তা শেখ জামালের কাছ থেকে পেয়ে গেছি।”

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া