adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজের জন্য বাড়লো সুপার লিগের সময়সীমা

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজ পিছিয়ে যাওয়ায় আইসিসি ওয়ানডে সুপার লিগের সময়সীমা বৃদ্ধি করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ৩০ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও সুপার লিগের সময়সীমা থাকবে ১৫ মে পর্যন্ত। এমন খবর প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকবাজ।

২০২০ সালে স্থগিত হওয়া টাইগারদের আয়ারল্যান্ড সফর এ বছর সম্পন্ন হওয়ার কথা থাকলেও আয়ারল্যান্ড ক্রিকেটের প্রকাশিত সূচি অনুযায়ী, দ্বিপাক্ষিক সিরিজটি মাঠে গড়াবে আগামী বছর। সফরের ওয়ানডে সিরিজ যেন সুপার লিগের অন্তর্ভুক্ত হয় এজন্য সুপার লিগের সময়সীমা ৪৫ দিন বেড়েছে।

২০২০ সালের মে মাসে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল টাইগারদের। খেলার কথা ছিল ৩টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি। করোনা মহামারীর কারণে সেই সিরিজ স্থগিত করা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুই বোর্ডের আলোচনায় ঠিক করা হয়েছিল, সিরিজটি মাঠে গড়াবে আগামী মে মাসে। সেক্ষেত্রে টি-টোয়েন্টি সিরিজ বাদ দিয়ে কমানো হবে সিরিজের ব্যাপ্তি, মাঠে গড়াবে শুধু আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্গত তিন ওয়ানডে। ক্রিকটাইম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া