adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ সদস্যের ব্যক্তিগত খারাপ কাজ এর দায় ডিপার্টমেন্ট নেবে না

full_233973941_1452934955ডেস্ক রিপোর্ট : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ‘‘কোনো পুলিশ সদস্যের ব্যক্তিগত বিচ্যুতির দায় ডিপার্টমেন্ট নেবে না।’’

শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে অপরাধ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

পুলিশ সদস্যরা যেন অন্যায় কাজে জড়িয়ে না পড়েন সে জন্য কাউন্সিলিং ও ব্রিফিংয়ের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। 

মনিরুল ইসলাম বলেন, ‘‘সম্প্রতি শাহবাগ, যাত্রাবাড়ি ও মোহাম্মদপুরে পুলিশ সদস্যরা যেসব অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে সেসব ঘটনার তদন্ত হচ্ছে। অনেক ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থাও নেয়া হয়েছে। যাত্রাবড়িতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তাদের উপর পুলিশের মারধরের ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। একটি ডিএমপি থেকে অপরটি পুলিশ সদর দপ্তর থেকে।’’

তিনি বলেন, ‘‘পুলিশ সদর দপ্তরের ডিআইজি হারুন অর রশিদের নেতৃত্বে ৩ সদস্যের যে কমিটি করা হয়েছে আমরা সে রিপোর্টকেই অধিকতর গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেব।’’

সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করতে পারেন কি না এমন প্রশ্নের জবাব তিনি বলেন, ‘‘সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করতে পারবেন না এমন কোনো কথা নেই। তবে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে সে দায়িত্ব পালন করতে হয়।’’

যাত্রাবাড়ী এবং মোহাম্মদপুরের ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসি কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তা সংশ্লিষ্ট কিনা তা তদন্ত কমিটি খতিয়ে দেখছে বলেও জানান মনিরুল। 

পুলিশের অপরাধের তদন্ত পুলিশ করলে তদন্ত একপেশে বা প্রভাবিত হয় কিনা এমন প্রশ্নের জবাবে ডিএমপির এ যুগ্ম কমিশনার বলেন, ‘‘তদন্ত প্রভাবিত হবে না। কারণ পুলিশের উপর আস্থা রাখতে হবে। অতীতেও পুলিশের তদন্তেই পুলিশ সদস্যরা শাস্তি পেয়েছে, এমন অনেক প্রমাণ আছে।’’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া