adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার সাইবার নিরাপত্তা আইন শক্তিশালী করছে

full_1194239381_1452826856আন্তর্জাতিক ডেস্ক : তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের সাথে সাথে সরকার দেশের সাইবার স্পেসের নিরাপত্তায় সম্প্রতি সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এর পাশাপাশি ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের চারটি ধারা সংশোধনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

অনলাইন সংশ্লিষ্টরা অনেকদিন থেকেই এই আইনের ৫৭ ধারা সংশোধনের দাবি জানিয়ে আসছিলেন। বিশ্লেষকদের মতে, ২০০৬ সালে এই আইন প্রণয়নের সময় দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ১০ লাখ। তবে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৪০ লাখে। ফলে এই আইনের সংশোধনের প্রয়োজন যেমন ছিল, তেমনি সাইবার স্পেসের সুরক্ষার জন্য আলাদা আইন তৈরিরও প্রয়োজন ছিল।
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ বিষয়ে জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৪ থেকে ৫৭ ধারা সংশোধন করা হবে। সাইবার আক্রমণ থেকে সুরক্ষা দিতে সরকার ডিজিটাল সিকিউরিটি বিল ২০১৬ প্রণয়ন করছে বলেও এ সময় তিনি জানান।
 
তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় অপরাধের যে ধরন বা সংজ্ঞা ছিল, নতুন আইনে তা আরও স্পষ্ট করা হয়েছে। আইসিটি আইনের ৫৪, ৫৫, ৫৬, ৫৭ ধারা সম্পর্কে নতুন আইনে আরও ব্যাখ্যা দেওয়া হয়েছে। ২০০৬ সালের আইনের মতোই নতুন আইনেও থাকছে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডের বিধান। সরকার সাইবার নিরাপত্তা আইন শক্তিশালী করছে 
 
প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনে এই বিলটি উত্থাপন করা হতে পারে। নতুন আইনের বিষয়ে তিনি ২০১৫ সালে জানিয়েছিলেন, শিশু-কিশোরদের সাইবার স্পেসে নিরাপত্তা দেওয়ার বিষয়টিও এই আইনে গুরুত্ব পাবে। সে সময় তিনি বলেছিলেন, ‘দেশে মোবাইল ব্যাংকিংয়ের ব্যাপক প্রসার ঘটলেও ক্লোনিং, ফিশিং এর মাধ্যমে নানা প্রতারণা হচ্ছে। আর এই সকল বিষয় নতুন আইনের আওতায় আসবে।’
 
দেশে ইন্টারনেট ব্যবহারকারী যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ইন্টারনেটভিত্তিক সেবা গ্রহীতার সংখ্যাও। অনলাইনে কেনাকাটা, বিল প্রদান, চিকিত্সাসেবাসহ অনেক সেবা মানুষ ঘরে বসেই পাচ্ছে। এর ফলে সাইবার আক্রমণ এবং সাইবার নিরাপত্তার বিষয়টি সামনে উঠে এসেছে। কারণ সাইবার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা থাকলে মানুষ ইন্টারনেটভিত্তিক সেবা গ্রহণে আগ্রহ হারাবে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া