adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাতকড়াসহ আসামির পলায়ন, তিন পুলিশ সদস্য বরখাস্ত

lalmonirhat_96428ডেস্ক রিপোর্ট : লালমনিরহাটে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টাউন সাব ইন্সপেক্টর) মনছুর আলী, কনস্টেবল মোতালেব হোসেন ও শামসুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।

দায়িত্বে অবহেলার অভিযোগে সোমবার তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

বর্তমানে ওই পুলিশ ফাঁড়ির এটিএসআই মজিবর রহমানকে টাউন সাব ইন্সপেক্টরের দায়িত্ব দেয়া হয়েছে। হাতকড়াসহ পলাতক সাজাপ্রাপ্ত আসামি রনি হোসেনকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে লালমনিরহাট পৌরসভার গোসলাবাজার সিটি কলেজের মাঠ এলাকা থেকে একই এলাকার মৃত সোবহান আলীর ছেলে রনি ইসলামকে (৩২) আটক করে পুলিশ। পরে রাতেই লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম কাশেমের ভ্রাম্যমাণ আদালত তাকে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে এক বছরের সাজা দেয়।

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইজিবাইকে সদর থানায় আসার পথে পুলিশকে ধাক্কা দিয়ে থানার গেটের সামনে থেকে হাতকড়াসহ পালিয়ে যায় রনি।

লালমনিরহাট সদর থানার ওসি এএইচএম মাহফুজুর রহমান বলেন, বিষয়টি জেলা পুলিশ সুপার দেখভাল করছেন। এটি কী হচ্ছে না হচ্ছে তিনিই ভাল বলতে পারবেন। দয়া করে তাকেই ফোন করুন।

লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বলেন, সাসপেন্ড টিএসআই মনছুর আলীসহ দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রস্তুতি চলছে। তাদেরকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে। এটিএসআই মজিবর রহমানকে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে। পলাতক আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া