adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিস্তিনের আহ্বান অগ্রাহ্য করেই ইসরাইলের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা

স্পাের্টস ডেস্ক : আগামী ১৪ জুন পর্দা উঠবে ফুটবলের মহাযজ্ঞ বিশ্বকাপ ফুটবলের ২১তম আসরের। মূল লড়াইয়ে নামার আগে দলগুলো গা গরমের ম্যাচ খেলার প্রস্তুতি নিয়েছে। এবারের আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনাও গা গরমের ম্যাচ অর্থাৎ প্রীতি ম্যাচ খেলবে। আগামী ৯ জুন ইসরাইলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আর্জেন্টিনার এই প্রীতি ম্যাচ নিয়ে যত বিপত্তি। এই ম্যাচ আয়োজনের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিডিএস আন্দোলন (বয়কট ডিভাস্টমেন্ট স্যাংশন্স)। ম্যাচটি বাতিল করতে আর্জেন্টিনাকে অনুরোধ করেছেন এর হর্তাকর্তারা।
ফিলিস্তিনের সুশীল সমাজের ২৫০ জনের মতো সদস্য ছোট্টপরিসরে ২০০৫ সালে এই আন্দোলনের ডাক দেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলি পণ্য বয়কট, সেখান থেকে বিনিয়োগ সরিয়ে নেয়া এবং দেশটির ওপর অবরোধ আরোপের আহ্বান জানানোর মধ্য দিয়ে শুরু হয় এ আন্দোলন। সেটি এখনও অব্যাহত আছে।

সেই আন্দোলনের প্রতি আকুণ্ঠ সমর্থন চেয়ে ইসরাইলের সঙ্গে ম্যাচটি খেলা থেকে বিরত থাকতে আর্জেন্টিনা ক্রীড়াব্যক্তিত্বদের চিঠি দিয়েছে বিডিএস। এতে উল্লেখ করা হয়েছে, ম্যাচটি বাতিল নিপীড়ন, বর্ণবিদ্বেষ ও গণহত্যার প্রতি আর্জেন্টাইনদের একাত্মতার প্রতিনিধিত্ব করবে।
তবে এই অনুরোধ উপেক্ষা করেই নির্ধারিত সময়ে খেলার সিদ্ধান্তে অটল আছে আর্জেন্টিনা। যদিও এখনও ভেন্যু নিশ্চিত হয়নি।
সেই ম্যাচ ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে ইসরাইলিদের মধ্যে। লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরোকে এক পলক দেখার জন্য অপেক্ষা করছেন তারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া