adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছিটমহলে বিজয়ের বাঁধভাঙা উচ্ছ্বাস

chitmohol bijoy_94840ডেস্ক রিপোর্ট : কয়েক মাস আগেও তারা ছিলেন ভারতের অংশ; বাংলাদেশে যুক্ত হওয়ার পর এবারই প্রথম বিজয় দিবস উদযাপন করছেন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। এজন্য তারা এবারের বিজয় দিবসটি পালন করছেন বাঁধভাঙা উচ্ছ্বাসের সঙ্গে।

পঞ্চগড়, লালমনিরহাট ও কুড়িগ্রামে সদ্যবিলুপ্ত ছিটমহলগুলোর হাজারো বাসিন্দা আজ বুধবার নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বিজয় দিবসের প্রথম প্রহরে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভাসহ নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

পঞ্চগড় জেলার সাবেক একটি ছিটমহল গারাতীতে আজ বাংলাদেশের নামকরা সব শিল্পী গিয়ে জড়ো হচ্ছেন বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে। উতসবে অংশ নেবেন বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্প রেজওয়ানা চৌধুরী বন্যাও। বেলা আড়াইটার দিকে সেখানে অনুষ্ঠান শুরু হবে।

১৯৪৭ সালের দেশবিভাগের পর ভারত এবং সাবেক পূর্ব পাকিস্তান ও বর্তমান বাংলাদেশের অভ্যন্তরে থাকা ছিটমহলগুলোর বাসিন্দারা কার্যত বন্দী দশা কাটিয়ে আসছিলেন। তারা একদেশের নাগরিক হয়ে পরবাসীর মতো জীবন কাটাচ্ছিলেন আরেক দেশের পেটের ভেতর। তাদের দীর্ঘ সেই ভোগান্তির অবসান হয় চলতি বছর পয়লা আগস্টের প্রথম প্রহরে ভারত ও বাংলাদেশের ভেতরে থাকা ছিটমহলগুলো দুদেশের মূল ভূখণ্ডের সাথে একীভূত হয়ে যাবার পর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া