adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাকা নিয়ে বনিবনা না হওয়াতে গেইল চলে গেলেন

gayleজহির ভূইয়া ঃ বিপিএল তৃতীয় আসরে বরিশাল বুলসের মুল আকর্ষন ক্রিস গেইল ফিরে গেছেন। মাত্র ৪টি ম্যাচ খেলেই চলে গেলেন ক্রিস গেইল টিম ম্যানেজম্যান্টে সঙ্গে টাকা নিয়ে বনিবনা না হওয়াতে। ৫টি ম্যাচ খেলার কথা ছিল গেইলের। প্রতি ম্যাচে তার ম্যাচ ফি ঠিক হয়েছিল ২৭ লাখ টাকা। তবে টি২০ ম্যাচের এই মহা তারকার ফিরে যাওয়া প্রসঙ্গে রহস্যময় প্রস্থানের বিষয়ে টিম ম্যানেজম্যান্ট সরাসরি কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে। বরিশালের পক্ষথেকে জানা গেছে বুকে ব্যথার কারণেই খেলতে পারছেন না ক্রিস গেইল। আসলে ঘটনা অন্য জায়গায়। খোঁজ নিয়ে জানা যায় টাকা নিয়ে মুলত বনিবনা হয়নি গেইলের সঙ্গে।
রংপুরের বিপক্ষে রবিবার শেষ সুযোগের ম্যাচে মাঠে নামার কথা ছিল তার। কিন্তু স্কোয়াডে গেইলের নাম না দেখে বিষয়টি নিয়ে প্রেস বক্সে রহস্য তৈরি হয়। পরে জানা যায়, আজ সকালে ঢাকা ছেড়েছেন ক্রিস গেইল।
বিশেষ সূত্রে জানা গেছে, বিপিএলে ক্রিস গেইলের সঙ্গে বরিশালের ৫ ম্যাচ খেলার চুক্তি ছিল। প্রত্যেকটি ম্যাচের জন্য তাকে বরিশালের পক্ষথেকে দেওয়ার কথা ছিল ২৭ লাখ টাকা। গেইলের হিসেবে চুক্তির সবগুলো ম্যাচই খেলা হয়েছে। কিন্তু টিম ম্যানজম্যান্ট বলছে ৪টি ম্যাচ মাঠে নেমেছেন তিনি। গেইলের দাবি একটি ম্যাচে বসিয়ে রাখার বিষয়টি হিসেবে আনতে হবে। এখানেই হয়েছে যত সমস্যা। ঐ সূত্রটি আরও জানিয়েছে গেইল ঐ ম্যাচের টাকাও দাবি করেছেন। বিষয়টি নিয়ে বনিবনা না হওয়ায় ক্রিস গেইলের এই রহস্যময় চলে যাওয়া। 
বিপিএলের এই টুর্নামেন্টে খেলতে গত ৪ ডিসেম্বর ঢাকায় পা রাখেন ব্যাটিং মহা তারকা। চলতি আসরে ৪টি ম্যাচে গেইল ১৩৯ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ৯২ রান এসেছে চিটাগং ভাইকিংসের বিপক্ষে। গ্রুপ পর্বেও শেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষেও ক্রিস গেইলকে খেলায়নি টিম ম্যানেজম্যান্ট। ঐ ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানায় তারা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া