adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাউদি-সেনাবাহিনী বন্দুকযুদ্ধে উত্তপ্ত ইয়েমেন

Yemen-Houthi-President-collageআন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানা ক্রমাগত উত্তপ্ততর হয়ে উঠছে, তারই ধারাবাহিকতায় রাজধানীতে হাউদি সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে ইয়েমেনের সরকারী সেনাবাহিনীর বন্দুকযুদ্ধ সংঘটিত হয়েছে। ১৯ জানুয়ারি সোমবার সকাল থেকেই এ সংঘর্ষ শুরু হয়। এর অন্যতম পীঠ ছিল প্রেসিডেন্ট আব্দুল্লাহ মনসুর হাদির প্রাসাদের সম্মুখবর্তী এলাকা।  এছাড়া পুরো শহর থেকেই একটু পর পর গোলাগুলির শব্দ ভেসে আসছে। হাউদি শিয়া যোদ্ধারা প্রেসিডেন্টের চীফ অব স্টাফ আহমাদ আওয়াক বিন মুবারাককে শনিবার ১৭ জানুয়ারি থেকে অবরুদ্ধ রেখেছে। রাজধানী সানাতেই ঘটেছে এ ঘটনা।
হাউদিরা ইয়েমেনে ‘জাতিসংঘের দালালদের’ কর্মততপরতার অবসান চায়, একইসঙ্গে তাদের ‘ধ্বজাধারী’ বর্তমান প্রেসিডেন্টের পদত্যাগের পর রাষ্ট্রক্ষমতা দখলের আশা রাখে। গত বছরের সেপ্টেম্বর মাসে দ্বিপাক্ষিক অস্ত্রবিরতি সম্পন্ন হলেও কোন পক্ষই মূলত অস্ত্র সংবরণ করেনি। হাউদিরা এ জন্যে সরকার পক্ষকেই দায়ী করে থাকে। কেননা, সরকারের পক্ষ থেকে ঘোষিত ‘বিশেষ বিবেচনা’ খাতটি চুক্তিভঙ্গের পক্ষসমর্থক হিসেবে ব্যবহার করার সুযোগ ছিল।
২০১১ সালের স্বৈরাচারী শাসক আলি আব্দুল্লাহ সালেহের পতনান্দোলনের মধ্য দিয়ে চলতি দশকে ইয়েমেনে অস্থিতিশীলতার সূচনা ঘটে, যা আজও সুরাহাহীন।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া