adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আল্লাহর রহমত আমরা ফাইনাল খেলতে পারছি

Masrafi.jpg New BPLজহির ভূইয়া ঃ ২০১০ সালে ব্যাকপেইন নিয়ে আবাহনীকে চ্যাম্পিয়ন করেছিলেন, এবারও সে রকম কিছু ঘটনাতে চলেছেন? এমনই প্রশ্ন হেসে দিলেন মাশরাফি। কারন কিছুক্ষন আগেই ৭২ রানে রংপুরকে উড়িয়ে দিয়ে ফাইনালে কুমিল্লার টিকিট নিশ্চিত করে দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এলেন। এবং জবাব দেবার আগে অবশ্য হেসে ফেলেন মাশরাফি। বলেন,‘জানি না! আল্লাহর রহমত! আমরা ফাইনাল খেলতে পারছি। এটা অনেক বড় স্বস্তি। এ ধরনের টুর্নামেন্টে অনেক প্রেসার থাকে। বাইরের প্রেসার বেশি থাকে। এখনো তো একটা ম্যাচ বাকি। চ্যাম্পিয়ন তো পড়ে। আরো একটা ম্যাচ বাকি আছে। তবে ফাইনালে যাওয়ায় এই মুহূর্তে ভালো লাগছে।’
ডনজের ফিটনেস যে শত ভাগ ঠিক নেই জানেন মাশরাফি। সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয় ‘আপনি এখনো শতভাগ ফিট না, তারপরও খেলার পিছনে শক্তিটা কী? মাশরাফি বলেন,‘কিছুই না আসলে। আল্লাাহর রহমত আছে। ভাগ্যও সহায় হয়েছে।’ আজহার জাইদির পারফর্ম এবং আপনার ফিটনেস এ প্রসঙ্গে কি বলবেন? বলেন,‘জাইদি আমাদের যেভাবে সার্ভিস দিয়েছে সেটা অবিশ্বাস্য। ওর কাছে এতোটা কেউ আশাও করেনি। একটা সময় মনে হয়েছিলো আমাদের রান হয়তো ১৪৫ থেকে ১৫০ রানের মধ্যেই হবে। শেষ দুই ওভারে অবিশ্বাস্য ভালো ব্যাটিং করেছে। এ ছাড়া বোলিং তো ও পুরো টুর্নামেন্টেই ভালো করেছে। আর আমার ফিটনেসের কথা বললে বলবো যে, আজও কিছুটা ব্যথা হচ্ছিলো। আজ শর্ট রান আপে বোলিং করতে পেরেছি। ওই সময় অফস্পিনার বা অন্য কোনো বোলার আনার সুযোগ ছিলো না।’
আজকের ব্যাটিং-বোলিং মিলিয়ে কুমিল্লার পরিপূর্ণ পারফর্ম কি বলা যায়? মাশরাফি বলেন,‘যে উইকেট ছিলো, টস জিতলে আমিও বোলিং করতাম। প্রথম কিছুটা আমরা লাকিও ছিলাম। আমাদের উইকেট পড়েনি। এই উইকেটে আমার মনে হয় ১৩০ বা ১৩৫-ও ভালো স্কোর হতে পারে। ১৬০ হয়ে গিয়েছে, তখন মনে হয়েছে আমরা ভালো জায়গায় বোলিং করলে ওদের জন্য কঠিন হয়ে যাবে। এই উইকেটে আসলে রান করা খুবই কঠিন। আজকেও কঠিন ছিলো। টসের আগে উইকেটে নখ দেবে যা”িছলো। এতো সফট উইকেটে টস জিতে ব্যাটিং করা কঠিন। ইমর“ল যেভাবে ব্যাটিং করেছে, তা ওকে আত্মবিশ্বাস দিবে। লিটনও আজ ভালো খেলেছে।’
ওয়ান ডাউন ব্যাটসম্যান ভূমিকা প্রসঙ্গে মাশরাফি বলেন,‘আমার কোনো প্ল্যান ছিলো না। আমি প্রস্তুতিও ছিলো না। কোচ বললেন তুই নাম। পরে আমিও ভাবলাম, ঠিক আছি নামি। কোচই চাচ্ছিলো এটা। নিজে চিন্তা করি নাই। ওভার শেষ হয়ে গেলে অন্য ব্যাটসম্যানদের আগে নামবো। কিন্ত কোচই আমাকে পছন্দ করেছে তিনে নামার জন্য।’ 
নাসিরকে বোলার হিসেবে তুলে এনেছেন, মুস্তাফিজকেও দলে নিয়েছেন। এখন রনিকেও সুযোগ দিয়েছেন। এর পিছনে ভাবনাটা কী আপনার? বলেন,‘এখন তো বাংলাদেশে বাঁহাতি স্পিনারদের অভাব হয়ে যাচ্ছে। আমি সব সময় বিশ্বাস করি পেসারদের ম্যাচ জেতানোর একটা আর্ট থাকে। তাদের সব সময় একটা ক্রেজিনেস থাকে। মুস্তাফিজ অবশ্য একেবারে আলাদা। ওর যে দক্ষতা আছে, তা কেউ ছুঁতে পারবে না। আমার কাছে তাই মনে হয়। এরা যারা আছে, রুাবেল, তাসকিন, আল আমিন বা এই ছেলেটা উঠে আসছে, আমার কাছে মনে হয়; স্পেশালি টেস্ট ক্রিকেটে যদি জিততে চাই, তবে এদেরকে চাপ আছে, এমন ক্রিকেটে খেলাতে হবে। টেস্ট ক্রিকেটে খেলার একটা প্রোটোকল আছে যে, ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলে আসতে হয়। এ ছাড়া ঘরোয়া ক্রিকেট খেলার ব্যাপার থাকে। এ ধরনের চাপের ক্রিকেট ওদেরকে বেশি খেলানো হলে ওরা এগিযে যাবে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া