adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘রাজনৈতিক আলাপ নিষেধ’

tea-stall-news-1ডেস্ক রিপোর্ট : ‘আরে জব্বার মাদবর নাকি? এত বিয়ানে (সকালে) দোকানে! ভোট কইরা তো আপনাগো আর জিতোন লাগে না, তা কী মনে কইরা আইলান।’
‘আরে ভোট না দিলাইন, সকালে কি আপনাগো মুখটাও দেকপার পারমু না। আপনাগো দেকপার আইলাম।’
অনেকটা এভাবেই ২০১৩ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর টাঙ্গাইলের ঘাটাইলের চায়ের দোকানে মতাসীন দল ও বিরোধী মতের নেতাদের মধ্যে কথা হতো। চায়ের দোকানে চলত রাজনীতি নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনা।
সম্প্রতি গ্রামের চায়ের দোকানগুলোতে কোনো রাজনৈতিক আলোচনাই হচ্ছে না। কেউ যেন কাউকে বিশ্বাস করতে পারছে না। নিজের দলের নেতাদের ওপরেই আস্থা নেই একই দলের অন্য নেতাদের। সবাই ব্যক্তিগত কথাবার্তা বলেই সময় পার করছেন। রাজনীতির বদলে দেশে কোনো ঘটনা ঘটলেই শুরু হচ্ছে ফিসফিসানি।
কিছুদিন আগেও ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল না থাকলেও বাম ছাত্র সংগঠনের নেতাদের তুমুল আড্ডা চোখে পড়ত। দেশ-বিদেশের বিভিন্ন ইস্যুতে এ সব ছাত্র সংগঠনের নেতাকর্মীরা থাকতেন সরব। এখন বাম নেতাদের মধুর ক্যান্টিনে উপস্থিতি কম দেখা যায়। আড্ডা দেন শাহবাগ কিংবা টিএসসিতে।
দেশে গত এক মাসের ঘটনায় এমন দৃশ্যই চোখে পড়ছে রাজনীতি বিশ্লেষক ও রাজনীতিকদের।
তাদের মতে, হঠাত করেই থেমে গেছে চায়ের দোকানের রাজনৈতিক আলোচনা। কিছুদিন আগেও চায়ের টেবিলে চলমান রাজনীতি নিয়ে যে বাকবিত-ার দৃশ্য চোখে পড়ত, সে সব এখন আর দেখা যাচ্ছে না। বিশেষ করে পর পর দু’জন বিদেশী হত্যা, পুলিশদের ওপর হামলা ও সবশেষে সেনা সদস্যের ওপর হামলার পর চারদিকে গুমোট পরিবেশ বিরাজ করছে। সব জায়গায় চলছে ফিসফিসানি।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম মিলন বলেন, ‘আসলে দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছে না। তা ছাড়া কেউ কাউকে বিশ্বাসও করতে পারছে না। নিজের দলের নেতারাও এই আস্থাহীনতার বাইরে নন। তাই সবাই রাজনৈতিক আলোচনা এড়িয়ে চলতে চান। কখন কে কী করে, কার কী হয় এমন অনিশ্চয়তা ভুগছেন সবাই। এর প্রধান কারণ নিরাপত্তাহীনতা।’
জানা গেছে, সম্প্রতি বিদেশী হত্যাকাণ্ড, বিএনপি নেতাদের ধরপাকড়, পুলিশের ওপর হামলা, সবশেষ সেনা সদস্যের ওপর হামলার পর সবাই যেন চুপসে গেছে। আসলে কে কী করছে, কারা এর জন্য দায়ী এ সব নিয়ে কেউ কোনো কথাই বলছেন না। চায়ের দোকানগুলোতেও এখন শোভা পাচ্ছে ‘রাজনৈতিক আলাপ নিষেধ’ প্লাকার্ড।
মতিঝিলের চায়ের দোকানি আব্দুর রব নিজের দোকানের আলাপচারিতার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘এক সময় ব্যাংকের লোকজন, কৃষি ভবনের কর্মচারীরা রাজনৈতিক আলাপ করতেন। বিএনপি-আওয়ামী লীগ নিয়ে প্রায়শই মারামারির অবস্থাও হতো। কিন্তু এখন সবকিছু এলোমেলো মনে হচ্ছে। কেউ রাজনৈতিক আলোচনা করেন না। আওয়ামী লীগের লোকেরাও কথা বলেন না। আবার আমিও কাস্টমারদের না করে দিয়েছি।’
‘আপনি না করেছেন কেন’ এমন প্রশ্নের উত্তরে আব্দুর রব বলেন, ‘আগে মাঝে মাঝেই পুলিশ আসত। জিজ্ঞাসা করত যে, জামায়াত-শিবিরের কর্মীরা এখানে চা খায় কি-না। এ জন্য কে, কোন দলের এ সব নিয়ে যাতে ঝামেলা না হয় এ জন্য আমিও রাজনৈতিক আলোচনা করতে না করি।’
একই দোকানে ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা সাবিরুল আলম বলেন, ‘আসলে ভয়। ভয়ের কারণেই এখন কেউ কিছু বলে না। কে আওয়ামী লীগ, কে বিএনপি সেটা বড় কথা নয়। আসলে দেশে কী হচ্ছে এগুলো নিয়ে কেউ কিছু বলতে চায় না। সবাই নিজেরা নিজেরা চুপি চুপি আলোচনা করে। পাবলিক প্লেস এড়িয়ে চলে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিন বেপারি বলেন, ‘ভয় মানুষকে গ্রাস করছে। দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র নেই এটাও কেউ বলতে পারছে না। এখন কেউ নিরাপদ বোধ করছেন না। সাধারণ মানুষ থেকে শুরু করে আইন-শৃঙ্খলা রাকারী বাহিনীর কেউ এখন নিরাপদ নন। তাই রাজনৈতিক আলাপ থেকে সবাই দূরে থাকতে চান।’
রাজনীতি থেকে জনগণের মুখ ফিরিয়ে নেওয়াকে দেশের জন্য ‘অশনি সঙ্কেত’ বলে মনে করেন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এ চেয়ারম্যান।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘২০১৯ সালেই নির্বাচন হবে। এর আগে নির্বাচন নিয়ে কারো সঙ্গেই আলোচনা হবে না।’
অন্যদিকে লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারকে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু সরকারপ্রধান শেখ হাসিনা আলোচনার প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন। এ পরিস্থিতিতে বিদেশী নাগরিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের গ্রেফতারের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে বলেই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।
তাদের মতে, মতাসীন দল ও বিরোধী দলের মধ্যে কাক্সিত সংলাপ বা সাধারণ রাজনৈতিক কর্মসূচি আবারও শুরু হলেই কেবল ফিসফিসানি দূর হয়ে চায়ের টেবিলে আলোচনা-সমালোচনা ঝড় শুরু হবে। দ্য রিপোর্ট

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া