adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাদ থেকে পড়ে নিহত হাজার কোটি টাকার মালিক

pawel1447093292আন্তর্জাতিক ডেস্ক : আট তলা ছাদ থেকে পড়ে মারা গেলেন হাজারো কোটি টাকার মালিক আনগাড পাউল। ভারতীয় বংশোদ্ভূত বিখ্যাত ব্রিটিশ ব্যবসায়ী ও রাজনীতিবিদ স্বরাজ পাউলের ছেলে তিনি।
 
যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনে নিজ বাড়ির আট তলা ভবনের ওপরের তলা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে চিকিতসরা তাকে মৃত ঘোষণা করেন।
 
৪৫বছর বয়সি আনগাড তার বাবার প্রতিষ্ঠিত কাপারো গ্রুপের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
 
এদিকে আনগাডের মৃত্যু দুর্ঘটনা না অন্য কিছু তা খতিয়ে দেখছে লন্ডন পুলিশ। তবে পুলিশের প্রাথমিক ধারণা, দুর্ঘটনাবশতই ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
 
অন্যদিকে আনগাডের মৃত্যুর পর কাপারো গ্রুপের দুর্দশার কথা সামনে চলে এসেছে। স্টিলের দাম পড়ে যাওয়ায় তাদের ১৬টি কোম্পানি লোকসানের মুখে পড়ে। এতে হতাশ ছিলেন আনগাড।
কাপারো গ্রুপের প্রতিষ্ঠানের সংখ্যা ৪০টি। ১০ হাজারের বেশি কর্মী কাজ করে এই গ্রুপে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে কাপারো গ্রুপের ব্যবসা রয়েছে।
 
আনগাডের বাবা স্বরাজ পাউল ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় চলে যান ব্রিটেনে। সেখানে শুরু করেন বেঁচে থাকার সংগ্রাম। ১৯৩১ সালে জন্ম নেওয়া স্বরাজ পাউল এখনো বেঁচে আছেন। ব্রিটেনের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে তিনি একজন।
 
কাপারো গ্রুপ বছরে ১ বিলিয়ন পাউন্ডের ব্যবসা করে থাকে। বিশাল বিত্ত-বৈভব ছেড়ে দুর্ঘটনার শিকার হয়ে পরপারে চলে গেলেন আনগাড পাউল। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া