adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে নিহত ২

2015_09_18_18_56_37_5o636g0mcsHxMHNvLZADVxYA0skrTi_originalডেস্ক রিপোর্ট : কালিহাতিতে পুলিশের সঙ্গে এলাকাবাসীর দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুজন নিহত হয়েছে। গুলিবিদ্ধ ও আহত হয়েছে আরো অন্তত ৫০ জন। 

শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত টাঙ্গাইল কালিহাতি উপজেলা সদরে এ সংঘর্ষ হয়। হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এলাকাবাসী জানায়, সম্প্রতি ছেলের সামনে মাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে বিক্ষোভ করার প্রস্তুতি নেয় এলাকাবাসী। এসময় কে বা কারা মিছিলে ঢিল ছুঁড়ে মারে। এতে ক্ষুব্ধ হয়ে মিছিলে অংশগ্রহণকারীও ঢিল ছুঁড়তে শুরু করে। এক পর্যায়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মিছিলে বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেঁধে যায়।

এসময় বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে পুলিশ গুলিবর্ষণ করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধ ও আহত হয় অর্ধশতাধিক লোকজন। পরে আহতদের কালীহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে উপজেলার পল্লীতে ছেলের সামনে মাকে ধর্ষণের ঘটনা ঘটে। এ নিয়ে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। শুক্রবার ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার কথা ছিল এলাকাবাসীর। কিন্তু বিক্ষোভ শুরু করার কিছুক্ষণ পরেই মিছিলকে লক্ষ্য করে ঢিল ছোঁড়ে দুর্বৃত্তরা।   

কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি দাবি করেন, বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে পুলিশ রাবার বুলেট ছুঁড়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া