adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টোকিও অলিম্পিকে সাঁতারে লড়বেন জুনাইনা আহমেদ

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি জুনাইনা আহমেদ একটি সুখবর পেলেন। ওয়াইল্ড কার্ড নিয়ে তিনি টোকিও অলিম্পিকে অংশগ্রহণের ছাড়পত্র পেয়েছেন।

বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ফ্রিস্টাইলে নিজের সেরা টাইমিং ছাপিয়ে যেতে না পারলেও ওই আসরের টাইমিং বিবেচনায় টোকিও অলিম্পিকে ওয়াইল্ড কার্ড পান তিনি। ২০১৯ সালে গুয়াঞ্জুর বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ্সে ৫০ মিটার ফ্রিস্টাইলে তার পারফরম্যান্স বিবেচনা করে এই কার্র্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক কর্তৃপক্ষ।

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ সাইফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অলিম্পিক কর্তৃপক্ষ জুনাইনাকে ওয়াইল্ড কার্ড দিয়েছে এবং বিষয়টি অলিম্পিকের (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েন) মাধ্যমে আমাদের জানিয়েছে।

ওই বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে ৩০ দশমিক ৯৬ সেকেন্ড সময় নিয়ে ১০০ প্রতিযোগীর মধ্যে ৮৬তম হয়েছিলেন জুনাইনা। ওই বছরই জাতীয় চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে তিনি সাঁতার শেষ করেছিলেন ২৯ দশমিক ৯৯ সেকেন্ড সময় নিয়ে।
সাঁতার থেকে আরো একটি ওয়াইল্ড কার্ড পাবে বাংলাদেশ। এর আগে সরাসরি টোকিও অলিম্পিকে খেলার টিকিট নিশ্চিত করেছেন আর্চার রোমান সানা। অলিম্পিকের এই আসর গত বছর হওয়ার কথা থাকলেও করোনার কারণে স্থগিত হয়। নতুন সূচিতে এ বছর ২৩ জুলাই শুরু হয়ে ৮ অগাস্ট শেষ হওয়ার কথা বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞ। – সাঁতার ফেডারেশন/ দেশরূপান্তর

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া