adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এরশাদ বললেন – সংবিধানে গণতন্ত্র আছে, বাস্তবে কোথাও নেই’

earsadডেস্ক রিপোর্ট : সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দেশে গণতন্ত্র আজ প্রাণহীন। গণতন্ত্র সংবিধানে আছে, অন্য কোথাও নেই। সর্বত্র দলীয়করণ আর দখলদারিত্ব চলছে।’
তিনি বলেন, ‘সাংবাদিকরা লিখতে পারে না, টকশোতে সরকারের সমালোচনা করতে পারে না। ইনু সাহেব যা নির্দেশ দিয়ে যায় টিভিতে তাই প্রচার করতে হয়।’
খুলনা হাদিস পার্কে সোমবার দুপুরে খুলনা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুনীল শুভ রায়ের সভাপতিত্বে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু এমপি, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, আলহাজ সাহিদুর রহমান, আলহাজ আবুল হোসেন, রেজাউল ইসলাম ভূইয়া, শফিকুল ইসলাম মধু, খুলনার নয় উপজেলার জাতীয় পার্টির সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
প্রধান অতিথির ভাষণে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘দেশে কোথাও আজ গণতন্ত্র নেই, গণতন্ত্র শুধু সংবিধানে রয়েছে। দেশে কথা বলার অধিকার নেই, ভোট দেবার অধিকার নেই, সর্বত্র দখলদারিত্ব চলছে। দেশে সুশাসন নেই। দেশে সুশাসন আর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে।’
এরশাদ বলেন, ‘দেশে আজ কত গুম-খুন হচ্ছে এর কোনো হিসাব নেই। তার সময় ডা. মিলন আর নূর হোসেন ছাড়া কেউ খুন হয়নি।’ তিনি প্রশ্ন রাখেন, একজন খুন হল, অমনি নূর হোসেন চত্বর ঘোষণা করা হল। আজ যদি ওই রকম চত্বরের নামকরণ করা হয়, তাহলে দেশের কোথাও জায়গা থাকবে না।’
তিনি বলেন, ‘আট বছর সেনাবাহিনীর প্রধান এবং নয় বছর রাষ্ট্রপতি ছিলাম। কিন্তু কোনো দিন বিচার বিভাগে হস্তক্ষেপ করিনি। কিন্তু আজ বিচার বিভাগ স্বাধীন নয়।’ এরশাদ বলেন, ‘তার আমলে বিদেশে কোনো অর্থ পাচার হয়নি, আজ বেসিক ব্যাংক ৩৬ হাজার কোটি টাকা, সোনালী ব্যাংক ২৬ হাজার কোটি টাকা এবং শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। অর্থ কেলেঙ্কারি একের পর এক ঘটে চলেছে, আর অর্থমন্ত্রী বলেন, চার হাজার কোটি টাকা কোনো টাকা নয়। আর এ কারণে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নাই সরকারের।’
তিনি আরও বলেন, ‘আমার আমলেই প্রথমে সাতটি বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠা করেছিলাম। কিন্তু আমি নিজে কোনো ব্যাংক নেয়নি। কিন্তু আজ ব্যাংক অনুমোদন দেওয়া হচ্ছে ভাগাভাগি করার জন্য।’
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘বিএনপি এখন শিয়ালের গর্তে, মাঝেমধ্যে কথা বলে আবার গর্তে চলে যায়।’ তিনি স্মৃতিচারণ করে বলেন, ২০০৭ সালের নির্বাচনে খালেদা জিয়া বলেছিলেন, এরশাদ সাহেব জেলে যাবেন আর লাশ হয়ে বের হবেন। কিন্তু আজ নিয়তি, খালেদা জিয়াকে জেলে যেতে হবে। আমি অপেক্ষায় থাকব, জেল থেকে তিনি কি হয়ে বের হন।’
ছয় বছর পর অনুষ্ঠিত জাতীয় পার্টির জেলা সম্মেলনে ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মধুকে নতুন সভাপতি হিসেবে ঘোষণা করেন দলের চেয়ারম্যান। আর সাধারণ সম্পাদক পদে দু’জন প্রার্থী থাকায় ওই পদে আগামীতে নির্বাচন পরিচালনা কমিটি নাম ঘোষণা করবে বলে জানান।
প্রসঙ্গত, ২০০৯ সালের ১৭ জুলাই খুলনা জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া