adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সবগুলো বিষয়ে শূন্য পেল মেধাবী মেয়েটি

full_1681754568_1441511644আন্তর্জাতিক ডেস্ক : পরীার ফল দেখতে গিয়ে স্বাভাবিকভাবেই তালিকার উপরের দিকেই চোখ বোলাচ্ছিল মরিয়ম মালেক। শীর্ষস্থান অধিকারীদের মধ্যে নিজের নাম না দেখে একটু অবাক হয়ে গেলো।

তারপরও আশা ছিল, মেডিকেল স্কুলে ভর্তির উপযুক্ত নম্বর অন্তত পাবে সে। কিন্তু যখন ফলের তালিকায় নিজের নাম খুঁজে পেল সে, তখন মাথা ঘুরে যাওয়ার উপক্রম।

এর আগের পরীাগুলোতে সবসময় সর্বোচ্চ নম্বর পেয়ে এসেছে মরিয়ম।
মিশরের মাধ্যমিক পর্যায়ের শিার্থীদের মধ্যে সবচাইতে ভালো ছাত্রী হিসেবে গণ্য করা হতো তাকে। অথচ শেষ পরীায়ই সে ফেল করল!

শুধু ফেল বললে কম হবে, কারণ যে সাতটি বিষয়ে সে পরীা দিয়েছিল, তার সবগুলোতেই ফেল করেছে সে।

'আমি কানে কিছু শুনছিলাম না। মুখ থেকে কথা বের হচ্ছিল না। এটা কিভাবে সম্ভব? আমি কি করে সবগুলোতে শূন্য পেলাম? এসব বলছিল বিস্ময়ে হতবাক মরিয়ম।

প্রাথমিকভাবে গুজব ছড়িয়েছিল যে মিশরের সংখ্যালঘু কপটিক খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য হবার কারণে মরিয়মকে ফেল করানো হয়েছে। তবে এই তত্ত্ব বাতিল হয়ে গেছে। এখন তার পরিবার বিশ্বাস করে যে মরিয়ম দুর্নীতির শিকার।

মরিয়মের ভাই বলছে, 'হয় স্কুল কর্তৃপ নয়তো পরীা বোর্ড মরিয়মের উত্তরপত্র এমন কারো সঙ্গে বদলে দিয়েছে যার পরীা মোটেই ভালো হয়নি'।

মিশরের শিা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ শোনা যায় না, এমন নয়। তবে মরিয়ম মালেকের এই ঘটনা অনলাইনে বিপুল সংখ্যক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

হাজার হাজার মানুষ এখন টুইটারে 'আই বিলিভ মরিয়ম মালেক' নামে হ্যাশ ট্যাগ ব্যবহার করছে। তার সমর্থনে একটি ফেসবুক পাতাও চালু হয়েছে যাতে এরই মধ্যে ত্রিশ হাজারের বেশি মানুষ লাইক দিয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া