adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কেরালায় শচীনের নামে স্টেডিয়াম!

SACHINস্পোর্টস ডেস্ক : কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেসিএ) ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারের নামে একটি স্টেডিয়ামের নামকরণ করতে যাচ্ছে। কেসিএ’র প্রেসিডেন্ট টি.সি ম্যাথু গতকাল শুক্রবার জানিয়েছেন, যদিও জওহরলাল নেহেরু স্টেডিয়ামের একটি প্যাভিলিয়নের নাম শচীনের নামে নামকরণ করা হয়েছে তথাপি কেসিএ এই মাস্টারব্লাস্টারের নামে তাদের একটি স্টেডিয়ামের নামকরণ করতে যাচ্ছেন।
 কেসিএ’র সভাপতি টি.সি ম্যাথু শচীনের নামে একটি স্টেডিয়ামের নামকরণের ব্যাপারটি নিশ্চিত করে বলেন, ‘(শচীনের নামে কোন স্টেডিয়ামটির নামকরণ করা হবে) সেই ব্যাপারে আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিনি। কেননা, ওয়াংখেড়েতে আমরা মাত্র নতুন একটি স্টেডিয়াম উদ্বোধন করেছি এবং আরো বেশ কয়েকটি স্টেডিয়ামের কাজ চূড়ান্ত সমাপ্তির পথে। তবে খুব শিগগিরই এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’
ওয়াংখেড়েতে নব-নির্মিত স্টেডিয়ামে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ‘এ’ ও ভারতীয় ‘এ’ দলের মধ্যকার দুটি চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তিনদিকে পাহাড়-বেষ্টিত স্টেডিয়ামটি ভারতের সবচেয়ে আকর্ষণীয় ও মনোরম স্টেডিয়ামের একটি।
কেরালা’র ক্রিকেটের উন্নয়নের জন্য কিংবদন্ত শচীন টেন্ডুলকারের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন টি.সি ম্যাথু, ‘আমরা আমাদের নতুন স্টেডিয়ামগুলোতে মাল্টি-স্পোর্টস সুবিধা যোগ করতে চাই। যাতে করে তরুণ প্রজš§ ক্রিকেটের প্রতি আরো বেশি ঝুঁকে পড়ে। আমরা এই ব্যাপারে শচীনের কাছ থেকে ইতিবাচক সাড়া পাবো বলে আশা করি।’
প্রসঙ্গত, ২০১৩ সালের নভেম্বরে ঘরের মাঠ ওয়াংখেড়েতে ২০০তম টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ‘আধুনিক ক্রিকেটের ডন’ শচীন টেন্ডুলকার। ভারতের হয়ে ২০০টি টেস্ট, ৪৬৩টি ওয়ানডে ও ১টি টি-২০ ম্যাচ খেলেন এই কিংবদন্তী তারকা। টেস্টে ১৫ হাজার ৯২১, ওয়ানডেতে ১৮ হাজার ৪২৬ ও টি-২০ ক্রিকেটে ১০ রান করেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী এই তারকা। টেস্ট এবং ওয়ানডে সর্বাধিক রান, সর্বাধিক সেঞ্চুরি ও সর্বাধিক হাফ সেঞ্চুরির গর্বিত মালিক তিনি।


 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া