adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বায়তুল মোকাররমে কাজী জাফরের তৃতীয় জানাজা

baitul-mokarrom-4_80833নিজস্ব প্রতিবেদক : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সম্পন্ন হয়েছে জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের তৃতীয় জানাজা। আজ শুক্রবার জুমার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. এহসানুল হক।

জানাজায় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির শিা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ ইব্রাহীম বীরপ্রতীক, জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কবি আব্দুল হাই শিকদারসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কাজী জাফর আহমদ। এর আগে শুক্রবার সকাল সোয়া ৮টায় টঙ্গীর মিল গেটের ইজতেমা ময়দান সংলগ্ন মসজিদে তার প্রথম নামাজে জানাজা ও সকাল ১১টা ০৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের দণি প্লাজায় দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। বাদ আসর আজাদ মসজিদে কাজী জাফরের চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। 
আগামীকাল শনিবার নিজ এলাকা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়, কুমিল্লার টাউনহল মাঠে এবং চিউরার কাজীবাড়িতে শেষ জানাজা দেয়া হবে। পরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া