adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উত্তরাধিকার পেতে মেয়ের সঙ্গে মেয়ের বিয়ে

150826150101_tanzania_640x360__nocreditআন্তর্জাতিক ডেস্ক : তানজানিয়ায় অনেক নারীই ইদানীং নির্যাতনকারী স্বামীদের ছেড়ে এ ধরনের বিয়েতে ঝুঁকছেন।
দেশটির টারিম মারা অঞ্চলের বিধবা নারীরা উত্তরাধিকার সূত্রে কোন সম্পদ পায়না।
ছেলে সন্তানহীন বয়স্ক বিধবা নারীদের তার স্বামীর রেখে যাওয়া সম্পদের জন্য ছেলে উত্তরাধিকার দরকার হয়।
সেই উত্তরাধিকার পেতে এই নারীতে নারীতে বিয়ের রীতি।
এই বিয়েতে নারী পুরুষ দম্পতির মতো কোন যৌন সম্পর্কের বালাই নেই।
সন্তানহীন বয়স্ক নারী যাকে বিয়ে করেন তিনি হন স্ত্রী।
অন্য কোন পুরুষের সাথে যৌন সম্পর্ক তার জন্য উন্মুক্ত।
সেই সম্পর্কের মাধ্যমে যে ছেলে সন্তানের জন্ম হয় তার অধিকার পান বয়স্ক ঐ নারী।
আর সেই ছেলে সন্তানটি হয় সম্পদের উত্তরাধিকারী।
শিশুদের জৈবিক বাবার এই শিশুদের উপর কোন অধিকার থাকেনা।
বয়স্ক নারী দেখভালের জন্য একজন সঙ্গী পেয়ে যান।
নতুন সন্তানদেরও পান সাথী হিসেবে।
তবে ইদানীং নির্যাতনকারী স্বামীদের হাত থেকে মুক্তির জন্য সেখানে অনেক নারীই এই ধরনের বিয়ের দিকে ঝুঁকছেন। বিবিসি বাংলা

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া