adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের ডাকে বাংলাদেশের ‘না’

B C Bস্পাের্টস ডেস্ক : আগামী অক্টোবরের শেষদিকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে নিয়ে ঘরের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চেয়েছিলো ভারত। এ ব্যাপারে বাংলাদেশকে আমন্ত্রণও পাঠিয়ে রেখেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। কিন্তু ভারতের এই ডাকে সাড়া দিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল।

ব্যস্তু সূচির কারণে এই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে থাকবে বাংলাদেশ। যে কারণে ত্রিদেশীয় সিরিজের আগের সম্ভাব্য সূচি পরিবর্তন না করলে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজটিতে অংশ নিতে পারবে না। 

আইসিসির সভা শেষে দেশে ফিরে রোববার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি। এ সময় ত্রিদেশীয় সিরিজের ব্যাপারে তিনি বলেন, ‘একটি প্রপোজাল এসেছিলো আমাদের কাছে। দূর্ভাগ্যবশত কোনোভাবেই এটা আমরা মেলাতে পারছি না। দক্ষিণ আফ্রিকা থেকে ৩০ অক্টোবর আমাদের দল ফিরবে। ওরা চাচ্ছে ২৮ তারিখের আগে।’

বিপত্তিটা এখানেই। কারণ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরই শেষ হবে ২৯ অক্টোবর। কোনোভাবেই সময় দেয়ার সুযোগ নেই বাংলাদেশের। এছাড়াও আছে ঝামেলা। বিসিবি সভাপতি বলছেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বিপিএল, ওটা চেঞ্জ করলে ওয়েস্ট ইন্ডিজ সফরে সমস্যায় পড়তে হবে। সবকিছু মিলিয়ে সমাস্যাটা তৈরি হয়েছে। এখন পর্যন্ত ধরে নিচ্ছি ওটা সম্ভব নয় যদি ওরা তারিখ পরিবর্তন না করে।’

টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৬ বছরের মধ্যে ভারত একবারো তাদের মাটিতে আমন্ত্রণ জানায়নি বলে আক্ষেপের শেষ ছিলো না বাংলাদেশের। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের সেই আক্ষেপ ঘুচেছে। বিরাট কোহলিদের বিপক্ষে হায়দরাবাদে একটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেই ভারতই আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে যাওয়া বাংলাদেশের এবার সময় নেই!  

বিসিবি থেকে এর আগে জানানো হয়েছিলো, ইংল্যান্ড এবং ভারতের বিপক্ষে বেশি ম্যাচ চায় বাংলাদেশ। এ ব্যাপারে নাজমুল হাসান বলছেন, ‘সুযোগ আছে। কিছু কিছু চূড়ান্ত, আবার কিছু কিছু এখনো চূড়ান্ত হয়নি। কিছু কিছু জায়গা থেকে আমাদের কাছে অফারও এসেছে। সবকিছু মিলিয়ে আমরা চিন্তা করছি। বাট কোনো কিছুই এখনো চূড়ান্ত নয়।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া