adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজন হত্যা – কামরুল ও শামীমের সম্পত্তি জব্দ

image_136428_0ডেস্ক রিপোর্ট : সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি পলাতক কামরুল ও তার ভাই শামীমের বাড়ির মালামাল ক্রোক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেনের নেতৃত্বে পলিশের একটি দল শহরতলির কুমারগাঁও এলাকার শেখাপাড়া গিয়ে মালামাল নিজেদের হেফাজতে নেয়।
ওসি মো. আক্তার হোসেন জানান, এ সময় আসামিদের বাড়িতে কেউ না থাকায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে তালা ভেঙে ঘরে প্রবেশ করে পুলিশ। এরপর বাড়ি থেকে বিভিন্ন আসবাবপত্র বের করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যায়।
গত ১৬ আগস্ট রাজন হত্যা মামলার আসামি কামরুল, শামীম ও পাভেলকে পলাতক দেখিয়ে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। এরপর সোমবার এ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করে আসামি কামরুল, শামীম ও পাভেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সেই সঙ্গে বিচারক এসব পলাতক আসামির সম্পত্তি ক্রোক করারও নির্দেশ দেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া