adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘অমুসলিমকে ধর্ষণ ইসলামে বৈধ’

jakia..is_78996_0আন্তর্জাতিক ডেস্ক : যেকোনো অমুসলিম নারীকে ধর্ষণ এবং নির্যাতন ইসলামে বৈধ বলে দাবি করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সম্প্রতি দেয়া এক বিবৃতিতে আইএসের পে দাবি করা হয়েছে, কুরআনে অমুসলিম নারীদের ধর্ষণের বৈধতা দেয়া হয়েছে। শুধু বৈধতাই নয় এ কাজে উৎসাহিত করেছে কুরআন বলে দাবি আইএসের।
১২ বছরের এক ইয়াজিদি কিশোরীকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসলে আইএসের পে দাবি করা হয়, এখানে অন্যায় কিছু হয়নি। কারণ ওই নারী মুসলিম নয়, সুতরাং তাকে ধর্ষণের বৈধতা রয়েছে।

গত বছরে পাঁচ হাজারের বেশি ইয়াজিদি নারীকে বন্দি করেছে আইএস। এদের বেশিরভাগের ভাগ্য জুটেছে যৌনদাসত্ব। দাস প্রথার মতোই আইএসের নিয়ন্ত্রণে থাকা নারীদের তারা বাজারে যৌনদাসী হিসেবে কেনা-বেচা করে।
প্রায় এক বছর আইএসের কব্জায় ছিলেন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক রুকমিনি ক্যালিম্যাচ। সেখানে বন্দি ২১জন নারীর সাতকার নিয়েছিলেন তিনি। যৌনদাসী হিসেবে নারীদের কেনাবেচার বিষয়টি তিনি প্রথম জানান।

মার্কিন ওই সাংবাদিক বলেন, ‘আমাকে যখন নির্যাতন করা হয়েছিল, আমি বারবার অনুরোধ করেছিলাম এটি বন্ধ কর, খুব বেদনাদায়ক। কিন্তু নির্যাতনকারী আমাকে উত্তর দেয়, এটি আমাদের ধর্মে বৈধতা রয়েছে। বরং তোমাকে নির্যাতন করলে আমি সৃষ্টিকর্তার কাছাকাছি পৌঁছাতে পারবো।’

আইএসের নির্যাতনের কব্জা থেকে পালিয়ে আসা ১৫ বছরের এক কিশোরী বলেন, ‘প্রতিবার আমাকে ধর্ষণ করতে আসার আগে ওই ব্যক্তি প্রার্থনা করতো। ওই ব্যক্তি আমাকে বলেছে ধর্ষণ তার প্রার্থনার অংশ।’
আমি তাকে বলেছি, তুমি ভুল করছো, এভাবে তুমি কখনোই সৃষ্টিকর্তার কাছাকাছি যেতে পারবে না। কিন্তু সে আমাকে উত্তর দেয়, ‘না, এটি বৈধ, অর্থাত হালাল।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া