adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিলাবাও ঝড়ে উড়ে গেলো মেসি – নেইমারের বার্সেলোনা

news_img (1)স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে টানা ৪ শিরোপা জয়ের পর রেকর্ড ছোঁয়ার স্বপ্ন দেখতেই পারে বার্সেলোনা কোচ লুইস এনরিকে। জাভি-ইনিয়েস্তার নের্তৃত্বে মেসি-নেইমারের ছন্দময় ফুটবলে স্বপ্নের পথে ভালোই এগোচ্ছিল কাতালানরা। অনেকেই ধারণা করছিলো এ বছর হয়তো মৌসুমের ৫ম শিরোপাই ঘরে তুলবে মেসি-নেইমাররা। তবে সে স্বপ্নের পথে অনেকটাই কাঁটা ছিটিয়ে দিলো অ্যাতলেটিকো বিলবাও।

শুক্রবার রাতে আদুরিজ জুবেলদিয়ার হ্যাটট্রিকে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে বার্সাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বিলবাও। আর এই হারের ফলে এ বছরে বার্সার ৬ শিরোপা জয়ের স্বপ্নে অনেকটাই ফিকে হয়ে গেল।
ওইদিন রাতে ম্যাচের শুরুতেই লিড নেয় বিলবাও। ১৩ মিনিটে বার্সা গোলরক টের স্টেগেনের পাঠানো বল ৪৫ গজ দূর থেকে শট নিয়ে বার্সার জালে ফেরত পাঠায় বিলবাওয়ের মিডফিল্ডার সান হোসে। খেলায় ফিরতে মরিয়া বার্সা ১-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে একের পর এক আক্রমণ চালায় কাতালানরা। কিন্তু সেই কাঙ্তি গোলের দেখা পাচ্ছিলো না ইউরোপ সেই কাবটি। উল্টো খেলার ৫৩ মিনিটে বিলবাওয়ের ব্যবধান দ্বিগুণ করেন আদুরিজ জুবেলদিয়া। সতীর্থ সাবিনের ক্রস থেকে হেডে দারুণ এক গোল করেন তিনি। ৯ মিনিট পর জুবেলদিয়ার দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করে বিলবাও। এর ৬ মিনিট পরই পেনাল্টি থেকেই হ্যাটট্রিক পূরণ করেন বিলবাওয়ের গত তিন মৌসুমের সর্বোচ্চ গোলদাতা জুবেলদিয়া। অর্থাত ৬৮ মিনিটেই ৪-০ গোলে পিছিয়ে পড়ে এনরিকের শিষ্যরা।

উল্লেখ্য, সর্বশেষ উযেফা সুপার কাপের ফাইনালে বার্সার বিপে ৪-১ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত নৈপুণ্যে খেলার সমতা ফিরিয়েছিল সেভিয়া। খেলা গড়িয়েছিলো ১২০ মিনিটে। তবে বিলবাওয়ের বিপে বার্সা পিছিয়ে পড়ার পর সমতা ফেরানো তো দূরে থাক, একটি গোলও শোধ করতে পারেনি। বরং শেষ ২ ম্যাচে ৮ গোল হজম করলো মৌসুমের ৪ শিরোপা জয়ী বার্সেলোনা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া