adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খেলাপী ঋণ কমাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে নির্দেশ

BANGLADESH-BANK-NEWS-therepনিজস্ব প্রতিবেদক : খেলাপী ঋণ কমিয়ে আনতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানদের সঙ্গে এক বৈঠক থেকে এ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠকে উপস্থিত বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানিয়েছে, খেলাপী ঋণ কমিয়ে আনতে ব্যাংকগুলোকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো অনিয়ম সহ্য করা হবে না। অনিয়ম ঠেকাতে প্রয়োজনে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেওয়া হবে বলে সূত্রটি জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ব্যাংকগুলোর ঋণ পর্যালোচনা নিয়ে আলোচনা করা হয়েছে। কিছু কিছু ব্যাংকে ঋণ প্রদানের ক্ষেত্রে অনিয়ম পাওয়া গেছে। সেগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সতর্ক করা হয়েছে। এছাড়া সব ব্যাংককে ব্যাসেল-৩ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত এই বৈঠকে ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া