adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরীক্ষা কেন্দ্রে হিজাব ও টুপি নিষিদ্ধ করল ভারত

1muslim-school-girl-hijআন্তর্জাতকি ডস্কে : এবার পরীাকেন্দ্রে হিজাব ও টুপি নিষিদ্ধ করল ভারতের সুপ্রিম কোর্ট। দেশটির সর্বোচ্চ আদালতের মতে, মাত্র একদিন হিজাব না পরলে, কারোর ধর্মবিশ্বাস অদৃশ্য হয়ে যেতে পারে না। ভারতে বহু বিতর্কিত অল ইন্ডিয়া প্রিমেডিকেল টেস্ট আর আরও একবার সংগঠিত হচ্ছে। এবারে আগে থেকেই কড়াকড়ি নিরাপত্তা বেষ্টনীতে পরীাকেন্দ্রগুলো ঘিরে ফেলা হয়েছে।

সেই সঙ্গে পরীার্থীদের জন্যও কড়া করা হয়েছে বিধিনিষেধ। পরীাকেন্দ্র হিজাব ছাড়াও নিষিদ্ধ বেল্ট, টুপি, স্কার্ফও। হালকা হাফস্লিভ জামা ও পা খোলা জুতো পরতে হবে পরীার্থীদের।

এআইপিএমটি’র দিনে যাতে হিজাব পড়তে পারার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন (এসআইও)। শুক্রবার এই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইচএল দাত্তির নেতৃত্বাধীন বেঞ্চ।

এ বিষয়ে সংশ্লিস্ট বেঞ্চের মত, যেদিন তোমাকে একটি পরীায় বসতে হবে, শুধু মাত্র সেই দিনের জন্য তোমাকে এটি (হিজাব) পরতে বারন করা হচ্ছে। পরীা দিতে এসে একদিনের জন্য স্কার্ফ না পরলে তোমার বিশ্বাস উবে যাবে না। এটি অত্যন্ত ছোট একটি বিষয় বলেও মন্তব্য করা হয়েছে।

প্রশ্নোপত্র ফাঁস হয়ে যাওয়ার জেরে ২০১৫ সালের এইপিএমটি পরীা বাতিল করা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। শীর্ষ আদালত সিবিএসইকে আগামী ৩ মে-এর মধ্যে আর এক বার পরীা নিয়ে ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছিল।

এই বারের পরীায় আরও একবার যাতে কোনও রকম গণ্ডগোলের কবলে পরতে না হয় তাই আগে থেকেই কিছু নিষেধাজ্ঞা জারি করেছিল সিবিএসসি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া