adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আধা কিলোমিটার পথে ১৫ জনকে ধাক্কা দেয় নৈশকোচ, নিহত ৬

ডেস্ক রিপাের্ট : চুয়াডাঙ্গা সদর উপজেলায় বাসের ধাক্কায় ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত নয় জন। আজ শনিবার ভোরে উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৫-২১৬১) আধা কিলোমিটার পথে ১৫ জনকে ধাক্কা দেয়। এতে ছয় জনের মৃত্যু হয়। সাত থেকে আট মিনিটের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মো. ফখরুল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে সরোজগঞ্জ বাজারে নৈশকোচটি প্রথমে একটি আলমসাধুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলমসাধুর আট যাত্রীর মধ্যে তিন জন নিহত হন। এরপর ভ্যান, মোটরসাইকেল এবং আরও একটি আলমসাধুকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় সরোজগঞ্জ বাজার থেকে মিতালী সিনেমা হল পর্যন্ত আধা কিলোমিটার পথে মোট ছয় জন নিহত হন।’

নিহত ব্যক্তিরা হলেন— সদর উপজেলার তিতুদহ গ্রামের তাহাজ্জত হোসেনের ছেলে সোহাগ আলী (২৫), একই গ্রামের রহিম মল্লিকের ছেলে শরিফ উদ্দিন (৩০), পিত্তর আলীর ছেলে রাজু আহমেদ (৪৫), হায়দার আলীর ছেলে কালু (৪০) খাড়াগোদার মাহাতাব উদ্দিনের ছেলে মিলনে হোসেন (৪০) ও শ্রী নিতায়ের ছেলে শ্রী ষষ্ঠী হালদার (৪২)।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, ‘আহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার কান্তি বলেন, ‘বাসটি ডিপোতে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায়। রয়েল এক্সপ্রেসের বাসটি (ঢাকা মেট্রো ব ১৫-২১৬১) জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারীকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া