adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ ১৫৫ বাংলাদেশি ফেরত আসছে

BOATনিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসী প্রত্যাশীদের মধ্যে শনাক্ত আরো ১৫৫ বাংলাদেশীকে ফেরত আনা হচ্ছে আজ বুধবার (২২ জুলাই)
গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রবিউল ইসলাম।
তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টায় মিয়ানমার ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে তাদের ফেরত আনা হবে।
গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ২০৮ জন অভিবাসী প্রত্যাশীদের মধ্যে যাচাই-বাছাই শেষে বাংলাদেশি হিসেবে শনাক্ত ১৫০ জনকে ৮ জুন ফেরত আনা হয়েছে। উদ্ধার হওয়া অপর ৫৮ জনের মধ্যে ৩৭ জনকে গত ১৯ জুন ফেরত আনা হয়।
এ ছাড়া গত ২৯ মে মিয়ানমারের জলসীমা থেকে দেশটির নৌ-বাহিনী আরো ৭২৭ জন অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করে। এদের মধ্যে ১৫৫ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া