adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শর্ত মেনেই ইসিএফ-এর শেষ দুই কিস্তির অর্থ নেবে সরকার

isনিজস্ব প্রতিবেদক : শর্ত মেনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ‘বর্ধিত ঋণ সহায়তা’র (ইসিএফ) শেষ দুই কিস্তির অর্থ নেওয়া হবে না বলে ঈদের আগে সাংবাদিকদের জানালেও সেই অবস্থান থেকে অবশেষে পিছু হটলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ঈদের পর প্রথম কার্যদিবসে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইএমএফ-এর কাছ থেকে ইসিএফ-এর শেষ দুই কিস্তির ২৮ কোটি ডলার বাংলাদেশ নিচ্ছে। আগামী অক্টোবরের মধ্যে এ অর্থ পাওয়া যাবে।’
ইসিএফ সহায়তা গ্রহণের ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন প্রসঙ্গে মুহিত বলেন, ‘বিদেশী অডিট কোম্পানি দিয়ে বিপিসি’র সমুদয় হিসাব অডিট করার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। এ কারণে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করেছে।’
উল্লেখ্য, ইসিএফ-এর শেষ দুই কিস্তির অর্থ ছাড়ের ক্ষেত্রে বিপিসি’র সমুদয় হিসাব কোনো বিদেশী কোম্পানি দিয়ে অডিট করানোর শর্ত দিয়েছিল আইএমএফ।
অর্থমন্ত্রী বলেন, ‘আমি জানতাম সরকারি কোন সংস্থার বিদেশী কোন অডিট ফার্ম দিয়ে অডিট করানো যায় না। আমি মনে করেছিলাম যে, এটা করতে হলে আইন পরিবর্তন করতে হবে। এ পরিপ্রেক্ষিতে আমি ইসিএফ ঋণের শেষ দুই কিস্তির অর্থ না নেওয়ার কথা বলেছিলাম। পরবর্তীতে আইন পর্যালোচনা করে দেখা যায় যে, সরকারি সংস্থা অডিট বিদেশী কোনো ফার্ম দিয়ে করানো যাবে না, এমন কোন শব্দ নেই। যে কোনো অডিট ফার্ম দিয়ে অডিট করানো যাবে বলে উল্লেখ আছে। কাজেই বিপিসি’র হিসাব বিদেশী প্রতিষ্ঠান দিয়ে করার ক্ষেত্রে কোনো বাধা নেই।’
বিপিসি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিপিসি যেভাবে চলছে সেভাবে কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। ব্যাডলি ম্যানেজড। চোর-টোর বলা যায়। এর আগে যে চেয়ারম্যান ছিল তার সময় থেকেই এমনটা হয়েছে। মানুষ হিসেবে সৎ ছিলেন কিন্তু প্রশাসক হিসেবে তিনি কোনো যোগ্যতা দেখাতে পারেননি। এই সুযোগে প্রতিষ্ঠানটি হরিলুটের জায়গা হয়েছিল। এ প্রতিষ্ঠানটির কোনো ব্যালেন্স শীটও নাই। চুরির সুবিধার্থে কোনো অডিটও করা হয় না।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া