adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ হেরেছে কোচ-কিউরেটরদের ষড়যন্ত্রে!

B.DESHস্পাের্টস ডেস্ক : ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হেরেছে সফরকারী বাংলাদেশ।

প্রথম ইনিংসে ৫৯৫ রান করার পরও ৭ উইকেটের বড় হারে লজ্জার রেকর্ডও গড়েছে টাইগাররা।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের মতো বৈরি আবহাওয়াতেও দারুণ ব্যাট করে বাংলাদেশ। কিউই পেসারদের তুলোধুনো করে ৮ উইকেটে ৫৯৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল টিম টাইগার।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্যারিয়ার সেরা ২১৭ রান করেন। এছাড়া অধিনায়ক মুশফিকুর রহিম করেন ১৫৯ রান।

কিউই পেসাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের পরাস্ত করতে পারেনি। কিন্তু একই পিচে দ্বিতীয় ইনিংসেই ঘটলো অন্য কাহিনী। মাত্র ১৬০ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ।

হঠাৎ কী এমন হল যে আগের ইনিংসে দুর্দান্ত খেলা টাইগার ব্যাটসম্যানরা ব্লাক ক্যাপসদের মোকাবেলাই করতে পারল না।

এর ভেতরে রয়েছে অন্য কারণ। যার কারণেই দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে।

কিউই বোলারদের খেলতে বেগ পেতে হয়েছে বাংলাদেশকে। নিউজিল্যান্ডও যে তাদের দ্বিতীয় ইনিংসে স্বাবলিলভাবে খেলেছে সেটাও বলা যাবে না।

কিন্তু তাদের নিজের পরিবেশ এবং চাপ না থাকায় তারা ৭ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে।

টেস্ট শুরুর আগে এবং চতুর্থদিনের শেষে যে ঘটনা ঘটেছে তা জানার পর অনেকেই ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছেন।

জানা গেছে, ওয়েলিংটন টেস্ট শুরুর আগে ম্যাচ রেফারি, দুই দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের মাঝে এক ধরনের সিদ্ধান্ত হয় যে ম্যাচ চলাকালীন মূল পিচের দুই পাশের দুটি পিচে পানি দেয়া যাবে না। কারণ পানি দেয়া হলে মূল উইকেটে ব্যাটসম্যানদের খেলতে অসুবিধা হবে।

কিন্তু টাইগার ব্যাটসম্যানদের সঙ্গে নিজের দেশে যখন টেস্ট ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা দেখা দেয় তখনই কিউই কোচ মাইক হ্যাসন কাউকে না জানিয়েই সিদ্ধান্ত পরিবর্তন করেন!

কিউরেটরদের সঙ্গে কথা বলে চতুর্থ দিন শেষে মূল পিচের দুই পাশের দুটি পিচে পানি দেয়ার ব্যবস্থা করেন তিনি।

আর পানি দেয়ার ভিডিও নাকি ধারণ করেছেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এক সদস্য।

বিষয়টি আইসিসির সদস্য এবং ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথক জানালেও কোনো কাজ হয়নি।

দুই পাশের দুটি পিচে পানি দেয়ার কারণে মূল পিচে ব্যাটসম্যানদের খেলা কতটা কষ্টকর হয়েছে, তা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের দিকে তাকালেই বোঝা যায়।

বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৭ দশমিক ৫ ওভার ব্যাট করতে পেরেছে। রান রেট ২ দশমিক ৭৬। অথচ প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করেছিল ১৫২ ওভার। ৩ দশমিক ৯১ রান রেটে ৮ উইকেটে করেছিল ৫৯৫ রান।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া