adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‌‌`ওয়ানডে সিরিজ কঠিন হবে’

Maclarenক্রীড়া প্রতিবেদক : দুই ম্যাচের টি-২০ সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে কোনো রকম পাত্তাই পায়নি স্বাগতিক বাংলাদেশ। অনেকটা হেসে-খেলেই মাশরাফি বাহিনীকে পর্যদুস্ত করেছে প্রোটিয়ারা। তবে ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত এক দল বাংলাদেশ। তাই ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়াটা তেমন সহজ হবে না বলেই মনে করছেন অতিথি দলের পেস অলরাউন্ডার রায়ান ম্যাকলারেন।
গত সোমবার ওয়ানডে দলে যোগ দিতে  ঢাকায় আসেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াডের পাঁচ ক্রিকেটার রায়ান ম্যাকলারেন, হাশিম আমলা, মরনে মরকেল, ইমরান তাহির ও ফারহান বেহারডিয়েন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার দুপুরে দলের সঙ্গে অনুশীলনে অংশ নেন অতিথি দলের এই পাঁচ ক্রিকেটার।

দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন ম্যাকলারেন। সুতরাং, বাংলাদেশ সফর তার কাছে নতুন চ্যালেঞ্জ। এখান নতুন করে শুরু করতে চান তিনি। যদিও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজটা সহজ হবে না বলে মনে করছেন তিনি। কারণ শেষ দুটো ওয়ানডে সিরিজে পাকিস্তান এবং ভারতের মতো দলকে হারিয়েছে বাংলাদেশ। তারওপর নিজেদের কন্ডিশনে খেলবে মাশরাফিরা। নিজেদের কন্ডিশন সম্পর্কে মাশরাফিরা ভালোভাবেই অবগত আছে বলে জানান ম্যাকলারেন।
এ প্রসঙ্গে প্রোটিয়াদের এ পেস অলরাউন্ডার বলেন, ‘আমি মনে করি ওয়ানডের উইকেট এমন থাকবে না। একেবারেই আলাদা হবে। তাছাড়া বাংলাদেশের কন্ডিশনে আমাদের মানিয়ে নিতে হবে। বাংলাদেশ কিন্তু ভারতের বিপক্ষে শেষ সিরিজে জিতেছে। মানসিকভাবে তারা অনেক উপরে আছে। স্বাগতিকরা চাইবে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ভালো কিছু করতে।’

টি-২০ সিরিজ জয়ের কারণে হয়তো দক্ষিণ আফ্রিকা মানসিকভাবে এগিয়ে থাকবে; কিন্তু বাংলাদেশ ওয়ানডে সিরিজে অবশ্যই ঘুরে দাঁড়াতে চাইবে। কারণ, তাদের দলে বেশ কয়েক ধরনের স্পিনার রয়েছে বলে মনে করছেন ম্যাকলারেন। এছাড়া ইমরান তাহির দলে যোগ দেয়ায় স্পিন বিভাগও শক্তিশালী হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে তিনি বলেন, ‘হোম কন্ডিশনে বাংলাদেশ স্পিন নির্ভর দল গঠন করবে। তবে আমরাও তাদের স্পিনারদের টি২০তে বেশ ভালোভাবে মোকাবেলা করেছি। ওয়ানডে সিরিজে ইমরান তাহির যোগ দেওয়ায় আমাদের স্পিন ডিপার্টমেন্ট আরও শক্তিশালী হয়েছে। তাছাড়া আমাদের দলে দু’জন খুব ভালোমানের তরুন স্পিনার রয়েছেন। যারা টি২০তে ইতোমধ্যে তাদের যোগ্যতার পরিচয় দিয়েছে। আশা করি ওয়ানডে সিরিজেও তারা আরও ভালো করবেন।’
প্রথমবারে মতো দ্বিপাক্ষিক সিরিজ  খেলতে বাংলাদেশে এসেছেন রায়ান ম্যাকলারেন। তাই কিছুটা শিহরিত অতিথি দলের এ পেস অলরাউন্ডার। নিজে ভালো করার পাশপাশি তরুরদেরও ভালো করার আশা দেখছেন তিনি। এ প্রসঙ্গে ম্যাকলারেন বলেন, ‘প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে এখানে এলাম। আমি খুবই উত্তেজিত। আমাদের দলে অনেক নতুন ক্রিকেটার এসেছে-যাদের ওয়ানডে সিরিজে ভালো করার সুযোগ রয়েছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া