adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুরগিই খাওয়ায় কেএফসি, প্রমাণ করল ল্যাব

1435073865আন্তর্জাতিক ডেস্কঃ ইঁদুর নয়,  মুরগি ভাজাই খাওয়ায় কেএফসি। এক মার্কিনি ক্রেতা কয়েক দিন আগে অভিযোগ  করেছিলেন পৃথিবীর বৃহত্তম ফ্রায়েড চিকেন রেস্তোরাঁ চেন তাঁকে মুরগির বদলে ইঁদুর ভাজা সার্ভ করেছে। কিন্তু, ল্যাব টেস্ট বলছে এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন।

গত ১২ জুন ক্যালিফোর্নিয়া নিবাসী ডেভোরিস ডিক্সন তাঁর ফেসবুক পেজে নীচের ছবিটি পোস্ট করেন। তারপর থেকেই এই নিয়ে হইচই পড়ে যায়।
হাজার হাজার ক্রেতা কেএফসি-এর ফেসবুক পেজে এসে এই নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। রাতারাতি ঘুম ছুটে যায় কেএফসি-এর সোশ্যাল মিডিয়া ম্যানেজারদের। কেএফসি কর্তৃপক্ষ ডিক্সোনের কাছে তাঁর কাছে থাকা প্রোডাক্টটির নমুনা চেয়ে পাঠায়। গত শনিবার তাঁর আইনজীবী শেষ পর্যন্ত একটি নিরপেক্ষ ল্যাবরোটরিতে নমুনাটি পরীক্ষার জন্য পাঠান। আর সেখানেই প্রমাণিত হয়, ইঁদুর নয় মুরগী ভাজাই পাতে পরেছিল ডিক্সনের।

রবিবার এই নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে কেএফসি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া