adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিষিদ্ধ হলো আনসারুল্লাহ বাংলা টিম

full_1326812401_1432557211নিজস্ব প্রতিবেদকঃ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করেছে সরকার। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব একেএম মফিজুল হক

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সন্ত্রাস দমন আইনের (সংশোধন) ২০১৩/ ১৮ (২) ধারা অনুযায়ী সরকারবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করা হয়েছে।

ব্লগার রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান ও অনন্ত বিজয় দাশকে হত্যার দায় স্বীকার করে আলোচনায় আসে আনসারুল্লাহ বাংলা টিম। 

এ ছাড়া সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ দেশের ১০ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে সংগঠনটির নামে চিঠি পাঠানো হলে নতুন করে আলোচনার-সমালোচনার সৃষ্টি হয়। 

এ অবস্থায় গত সপ্তাহে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় পুলিশ। রোববার সেই প্রস্তাব অনুমোদন পায়। 

উল্লেখ্য, এর আগে ২০০৫ সালে ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার পর জেএমবি, হুজিসহ চারটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করে সরকার। ২০০৯ সালে নিষিদ্ধ হয় হিজবুত তাহরীর। এ নিয়ে দেশে ছয়টি জঙ্গি সংগঠন নিষিদ্ধ হলো।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া