adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের মাঠ হোম ভেন্যু করার প্রস্তাব পাকিস্তানের

Pakistan-vs-India-Cricketক্রীড়া প্রতিবেদক : ২০০৯ সালে লাহোরে শ্রীলংকান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার পর গত ৬ বছর পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত। এরই ফাঁকে সংযুক্ত আরব আমিরাতকে হোম ভেন্যু করে বিভিন্ন ক্রিকেট সিরিজে অংশ নিয়ে আসছিল পাকিস্তানিরা। তবে এবার আরব আমিরাত থেকে সরে আসতে চাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতকেই নিজেদের হোম ভেন্যু করার প্রস্তাব দিলেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। এই প্রস্তাবের আগে জিম্বাবুয়েকে তাদের দেশে খেলার জন্য অনেক দৌঁড়ঝাপ দিয়েছে পাকিস্তান। শেষ পর্যন্ত সফল হলেও অন্য কোনো দেশ পাকিস্তানকে এখনো সন্ত্রাসমুক্ত মনে করছে না। যে কারণে কোনো দল পাকিস্তানে খেলার ব্যাপারে মোটেও আগ্রহী নয়।  এ অবস্থায় ভারতের মাঠ হতে যাচ্ছে পাকিস্তানের হোম ভেন্যু। এমন খবরই দিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সম্প্রতি হোম ভেন্যু হিসেবে বাংলাদেশ ও শ্রীলংকা থেকেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নিকট প্রস্তাব আসে। ওই প্রস্তাবকে পাকিস্তান আমলে নেয়নি। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাতকারে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘আমরা ভারতের মাঠকে নিজেদের সম্ভাব্য হোম ভেন্যু করার কথা ভাবছি। সেখানে খেলা হলে আমাদের অনেক সাশ্রয় হবে। অতীতে ভারত সফরে যাওয়ার আগে কট্টরপন্থী হিন্দু জাতিয়তাবাদী রাজনৈতিক দল শিব সেনা কর্তৃক পাকিস্তান দলকে হুমকি দেওয়া হয়। এক্ষেত্রে ভারতকে নিজেদের হোম ভেন্যু করার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার খান বলেন, আমরা সবকিছু বিবেচনায় রেখেই সামনে এগোবো।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়, ‘পাকিস্তানের প্রস্তাবকে আমরা একেবারে নাকচ করছি না। দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা সাপেক্ষেই সবকিছু চূড়ান্ত হবে। এ মুহূর্তে আগামী বছরের টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়েই আমরা ব্যস্ত আছি। তাই পাকিস্তানকে নিজেদের কোনো মাঠ বরাদ্ধ দিতে পারব কিনা তা এখনো নিশ্চিত নয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া