adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইমরুল কায়েস হাজারি ক্লাবের নতুন সদস্য

imrul_kayes1430488657ক্রীড়া প্রতিবেদক : পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে খেলার সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছেন ইমরুল কায়েস। প্রথম ইনিংসে ফিফটি করে সাজঘরে ফিরেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে সেই ভুলের পুনরাবৃত্তি করেননি বাংলাদেশের এই ওপেনার। ঠিকই সেঞ্চুরি আদায় করে নিয়েছেন। এ নিয়ে টানা দুই ম্যাচে শতরানের গ-ি পেরোতে সক্ষম হন ইমরুল।
 
খুলনা টেস্টের চতুর্থ দিন শেষে ১৩২ রানে অপরাজিত রয়েছেন ইমরুল কায়েস। ১৮৫ বল মোকাবিলা করে ১৫টি চার ও ৩টি ছক্কায় মূল্যবান এ ইনিংস সাজান বাংলাদেশের এই ওপেনার।
 
এর মধ্য দিয়ে আরেক মাইলফলকও স্পর্শ করেছেন ২৮ বছর বয়সি এই ক্রিকেটার। আর সেই মাইলফলক হচ্ছে, বাংলাদেশের পক্ষে ১৩ তম ব্যাটসম্যান হিসেবে টেস্টে হাজারি ক্লাবে নাম লেখান ইমরুল কায়েস। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ৮১ রান করার পর ব্যক্তিগত এক হাজার রান পূর্ণ করেন। তালিকায় মোহাম্মদ রফিকের পর ইমরুলের অবস্থান। অর্থাৎ ৩৩ ম্যাচ খেলে ১০৫৯ রান করা রফিকের অবস্থান ১২তম।
এর আগে টেস্টে বাংলাদেশের পক্ষে হাজারি ক্লাবে যারা নাম লিখিয়েছেন, তাদের তালিকা দেওয়া হলো: 
    
    নাম                             ম্যাচ             রান
১. হাবিবুল বাশার                  ৫০            ৩০২৬
২. তামিম ইকবাল                 ৩৮             ২৯০৬
৩. মোহাম্মদ আশরাফুল           ৬১             ২৭৩৭
৪. সাকিব আল হাসান             ৩৮            ২৫৫৪
৫. মুশফিকুর রহিম                 ৪৪             ২৫৪৩
৬. জাভেদ ওমর বেলিম           ৪০             ১৭২০
৭. খালেদ মাসুদ                   ৪৪             ১৪০৯
৮. মাহমুদউল্লাহ রিয়াদ           ২৪             ১৩৩৪
৯. মুমিনুল হক                     ১৩              ১২৭৮
১০. শাহরিয়ার নাফীস            ২৪              ১২৬৭            
১১. রাজিন সালেহ                ২৪              ১১৪১
১২. মোহাম্মদ রফিক             ৩৩               ১০৫৯
১৩. ইমরুল কায়েস              ২০               ১০৫১

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া