adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদির রাজকীয় সভা বাংলাদেশ থেকে কর্মী নিতে আবারও সম্মত

jjj_59443ডেস্ক রিপোর্ট : মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবে জনশক্তি রপ্তানিতে সব ধরনের বাধা কেটে গেছে। গৃহস্থালি কাজের পাশাপাশি বাংলাদেশ থেকে অন্যান্য খাতে লোক নেয়ার বিষয়টি নীতিগত সম্মতি দিয়েছে সৌদি আরবের রাজকীয় সভা। বুধবার দেশটির রয়েল কোর্ট জনশক্তি রপ্তানিতে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে এ সম্মতি দেয়। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের একটি নির্ভরযোগ্য সূত্র ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাসের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, গত ফেব্রুয়ারিতে গৃহকর্মী নেয়ার ব্যাপারে বাংলাদেশের সঙ্গে চুক্তি সইয়ের পর সৌদি আরব অন্যান্য খাতেও কর্মী নিতে আগ্রহ দেখায়। এর ধারাবাহিকতায় বুধবার সৌদি আরবের রাজকীয় সভা এ সিদ্ধান্ত নেয়।
এর আগে দীর্ঘ ছয় বছর পর গত ১ ফেব্রুয়ারি সৌদি আরবের রাজকীয় সভা বাংলাদেশের ওপর থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়। এর মধ্যদিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমবাজার মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এ দেশটিতে শ্রমিক পাঠানোর সব বাধা কেটে যায়। পাশাপাশি নতুন করে জনশক্তি রপ্তানির বিষয়েও উদ্যোগী হয় দুই দেশ। নিষেধাজ্ঞা তোলার সপ্তাহ খানেকের মাথায় গত ৮ ফেব্রুয়ারি দেশটির শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী আহমেদ আল ফাহাইদের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল তিন দিনের সফরে ঢাকায় আসে। প্রাথমিক পর্যায়ে গৃহকর্মী নেয়ার বিষয়ে গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশের সঙ্গে চুক্তি করে সৌদি আরব। নিয়োগকারী কর্তৃৃপক্ষ ও রিক্রুটিং এজেন্টদের মধ্যকার যে চুক্তি হবে তার একটি নমুনাপত্রেও সই করে দুই দেশ।


চুক্তিকালে বলা হয়, গৃহকর্মীর পর অন্যান্য খাতেও পর্যায়ক্রমে কর্মী নেয়া শুরু হবে। গৃহস্থালি ১২টি খাতে কর্মীরা কর্মসংস্থান নিয়ে সৌদি আরবে যেতে পারবেন। এর মধ্যে শুধুমাত্র গৃহকর্মীদের ন্যূনতম বেতন ঠিক করা হয়েছে ৮০০ রিয়াল। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৭ হাজার। তবে আট ঘণ্টার বেশি কাজ করলে অতিরিক্ত পারিশ্রমিকও পাওয়া যাবে। কর্মীরা বিমান ভাড়া থেকে শুরু করে সৌদি আরবে পৌঁঁছার যাবতীয় খরচ দেবে নিয়োগকারী সংস্থা। সেখানে থাকা-খাওয়া, চিকিৎসাসহ অন্যান্য সুবিধাও পাবেন নিয়োগকারীর কাছ থেকে। কার্যত বিনা টাকাতেই সৌদি আরবে কর্মসংস্থানের জন্য যেতে একটি টাকাও ব্যয় হবে না কর্মীর।


বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। ১৯৭৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ২৫ লাখ ৫৮ হাজার ৪৬৩ জন বাংলাদেশি সৌদি আরবে গেছেন। শেষের দিকে প্রতিবছর গড়ে দেড় থেকে দুই লাখ কর্মী সেখানে গেছেন। কিন্তু ২০০৮ সালের শেষে নতুন করে ভিসা দেওয়া বন্ধ করে দেয় সৌদি আরব। কিছু বাংলাদেশির অপরাধপ্রবণতা এবং জামায়াতে ইসলামীর অপপ্রচারের কারণেই এমন সিদ্ধান্ত আসে বলে মনে করেন প্রবাসীরা। বর্তমানে দেশটিতে ১৫ থেকে ২০ লাখ বাংলাদেশি আছেন।
সৌদি আরবে কর্মী যাওয়া বন্ধ হওয়ার প্রভাবে জনশক্তি রপ্তানি অর্ধেকে নেমে আসে। সৌদি সরকার বাংলাদেশি কর্মীদের ইকামা (কাজের অনুমতিপত্র) বদলেরও সুযোগ বন্ধ করে দেয়। ফলে চরম দুর্ভোগে পড়েন বাংলাদেশিরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে সৌদি আরব সফরে গিয়ে বাদশাকে আবার কর্মী নেওয়ার, ইকামা ও পেশা পরিবর্তন এবং সাধারণ ক্ষমার সুযোগ দেওয়ার অনুরোধ জানান। ২০১০ সালের ডিসেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা শহীদুল ইসলামকে সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়। তিনি যোগ দিয়ে সৌদি সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। পাশাপাশি বাংলাদেশিদের অপরাধপ্রবণতা কমিয়ে আনতেও পদক্ষেপ নেন। ২০১২ সালের মার্চে ঢাকায় সৌদি দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা খালাফ আল আলী খুন হন। এরপর রাষ্ট্রদূত নিহত খালাফের পরিবারসহ সৌদি সরকারের কর্মকর্তাদের সুষ্ঠু তদন্তের ব্যাপারে বারবার আশ্বস্ত ও পরিস্থিতি স্বাভাবিক করেন।


বন্ধ এই শ্রমবাজার চালু করতে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পাঁচবার সৌদি আরব সফর করেন। তিনি সৌদি শ্রমমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রিয়াদের তৎকালীন গভর্নরসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও তৎপর ছিলেন। এ ছাড়া সৌদি স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল ২০১৩ সালের মার্চের শেষে বাংলাদেশ সফর করে।
সৌদি সরকার ২০১৩ সালের ১০ মে থেকে ৩ নভেম্বর পর্যন্ত সেখানে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে। একই সঙ্গে ইকামা ও পেশা পরিবর্তনেরও সুযোগ দেয়। সাত লাখ ৯৯ হাজার ১৮৬ জন বাংলাদেশি সাধারণ ক্ষমার এই সুবিধা পান।


প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সর্বশেষ গত ১৮ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত সৌদি আরব সফর করে। এই সফরে তিনি সৌদি শ্রমমন্ত্রীর পাশাপাশি দেশটির তৎকালীন ডেপুটি ক্রাউন প্রিন্স (বর্তমান ক্রাউন প্রিন্স) মুকরিন বিন আবদুল আজিজের সঙ্গে বৈঠক করেন। এই সফরেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে প্রবাসীকল্যাণমন্ত্রীকে আশ্বস্ত করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া