adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইএসআইএল-কে হটিয়ে বিমানবন্দর দখলে নিল ইরাকি বাহিনী

847ad0f7409293860e5adfc24f403e81_XLআন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-কে হটিয়ে আদ-দৌর বিমানবন্দরের দখল ফিরে পেয়েছে ইরাকের সামরিক বাহিনী। কৌশলগত তিকরিত শহরের দক্ষিণে এ বিমানবন্দরের অবস্থান। আর বিমানবন্দরের দখল ফিরে পাওয়ার লড়াইয়ে সামরিক বাহিনীকে বিশেষভাবে সহযোগিতা করেছে দেশটির শিয়া ও সুন্নি স্বেচ্ছাসেবীরা।
 
ইরাকের সালাহউদ্দিন প্রদেশে আইএসআইএল’র বিরুদ্ধে যে গুরুত্বপূর্ণ সামরিক অভিযান চলছে তার অংশ হিসেবে আদ-দৌর বিমানবন্দর পুনরুদ্ধার করা হলো। গতকাল বিমানবন্দরটি পুনর্দখলের পর এখন শহর মুক্তর করার জন্য এগিয়ে যাচ্ছে  সামরিক বাহিনী। এরইমধ্যে শহরটি ঘিরে ফেলেছে ইরাকের সেনারা। গত বছরের জুন মাসের দিকে আইএসআইএল ইরাকের বিভিন্ন শহরে হামলা চালায় এবং আদ-দৌর শহরটিও দখল করে নেয়।    
 
কয়েকটি স্বেচ্ছাসেবী গ্রুপ জানিয়েছে, আইএসআইএল-বিরোধী অভিযানের সময় বেশকিছু ইসরাইলি গোয়েন্দা সরঞ্জমাদি ও যোগাযোগের উপকরণ উদ্ধার করা হয়েছে। এসব সরঞ্জাম আইএসআইএল সন্ত্রাসীরা ব্যবহার করত।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া