adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাফিজের

HAFIZনিজস্ব প্রতিবেদক : ওয়ানডেতে ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি। সেই ক্ষোভ টেস্টে এসে বাংলাদেশের বোলারদের ওপর ভালোভাবেই ঝাড়ছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হাফিজ। বাংলাদেশকে ৩৩২ রানে বেধে ফেলার পর ব্যাট করতে নেমে একাই পাকিস্তানকে টেনে নিয়ে যাচ্ছেন হাফিজ। দ্বিতীয় দিন সেঞ্চুরি করার পর অপরাজিত ছিলেন ১৩৭ রানে। তৃতীয় দিন এসে ইনিংসটাকে আরও লম্বা করলেন। শেষ পর্যন্ত ডাবল সেঞ্চুরির মাইলফলকই স্পর্শ করে ফেললেন পাকিস্তানের দ্য প্রফেসর।
ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করতে ২৮৬টি বল খেলেন হাফিজ। ইনংসটি সাজান ২১টি বাউন্ডারি আর ৩টি ছক্কায়। টেস্টে হাফিজের সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংস ছিল ১৯৭। গত নভেম্বরেই নিউজিল্যান্ডের বিপক্ষে শারজায় এই ইনিংসটি খেলেছিলেন তিনি। মাত্র ৩ রানের জন্য ডাবল সেঞ্চুরির আক্ষেপে পুড়লেও এবার আর হাতছাড়া করলেন না।
ডাবল সেঞ্চুরি করার পর নিজের ইনিংসের সাথে যোগ করলেন আরও ২৪ রান। অবশেষে ৩৩২ বলে ২৩ বাউন্ডারি এবং ৩ ছক্কায় ২২৪ রান করার পর শুভাগত হোমের বলে মাহমুদ্ল্লুাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান হাফিজ।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া