adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর মিরপুরে নাশকতার সময় ‘গণপিটুনি’তে ৪জন নিহত

Beaten-1424638749নিজস্ব প্রতিবেদক : রোববার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মিরপুর কাজীপাড়া ও টেকনিক্যাল এলাকায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ধরা পড়ে ‘গণপিটুনি’তে চারজন নিহত হয়েছেন। তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া গেছে।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ গণপিটুনিতে নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে থানায় টিঅ্যান্ডটি নম্বরে ফোন আসে। জানানো হয়, কাজীপাড়া এলাকায় পেট্রোল বোমাসহ তিনজনকে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
এ ছাড়া টেকনিক্যাল ওভারব্রিজের পাশ থেকে আরেক যুবকের লাশ উদ্ধার করা হয়। যদিও পুলিশ বলছে, এরা গণপিটুনিতে নিহত হয়েছেন, তাদের শরীরে একাধিক গুলির ক্ষতচিহ্ন ও পেটানোর জখম রয়েছে। ঢামেকের জরুরি বিভাগের চিকিতসক তাদের চারজনকেই মৃত ঘোষণা করেন।
চারজনের মধ্যে টেকনিক্যালে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম আবদুল ওয়াজুদ। তার বাবার নাম আবদুল আলী। গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলার সরকারখালীতে। তিনি ৯/৪ টোলারবাগ, মিরপুর-১ এলাকায় থাকতেন। সোমবার সকালে আবদুল ওয়াজুদের মামা হারুনুর রশিদ মর্গে তার ভাগনের লাশ শনাক্ত করেন।
হারুনুর রশিদ জানান, আবদুল ওয়াজুদ ও তার বাবা ঝুট ব্যবসা করতেন। গতকাল রোববার রাতে বাসায় ফেরার সময় পুলিশ তাদের ধরে নিয়ে যায়। আবদুল ওয়াজুদ শ্রমিক দল নেতা ছিলেন। দুই ভাই এক বোনের মধ্যে আবদুল ওয়াজুদ ছোট।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া