adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণা – বোমাবাজদের ধরিয়ে দিলে পুরস্কার

Asadur-zanab-1421742497নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল  ঘোষণা দিয়েছে যে, বোমাবাজদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে। নাশকতার তথ্য দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘যারা জনগণের জানমালের ক্ষতি করছে, পেট্রলবোমা দিয়ে গাড়ি পুড়িয়ে দিচ্ছে, মানুষ মারছে, তাদের তথ্য দিলে বা ধরিয়ে দিলে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।’
আন্দোলনের নামে নাশকতাকারীদের এবং অর্থদাতাদের তালিকা তৈরি করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যারা এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছে  এবং যারা তাদের অর্থ যোগান দিচ্ছে তাদের তালিকা তৈরি করা হয়েছে। তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
এ সময় তিনি বিএনপির প্রতি অভিযোগ তুলে বলেন, ‘তারা আন্দোলনের ডাক দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। সম্পদ নষ্ট করছে। এটা কোনো আন্দোলন নয়। তারা এ ধরনের নাশকতা চালিয়ে যাবে, আমরা বসে বসে মৃত্যু দেখতে পারি না। আমরা জনগণকে সম্পৃক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নাশকতার পরিকল্পনা নস্যাত করে দেব।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া