adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বর্ষসেরা কোচ জোয়াকিম লো আর কেলারম্যান

2স্পোর্টস ডেস্ক : ফিফার বর্ষসেরা কোচ হয়েছেন জার্মানির বিশ্বকাপ জয়ী কোচ জোয়াকিম লো। এছাড়া মহিলা কোচের বর্ষসেরার পুরস্কার উঠেছে উলফসবার্গের কোচ রাফ কেলারম্যানের হাতে। জার্মানিকে বিশ্বকাপ জেতাতে জোয়াকিম লো’র ছিল অসামান্য ভূমিকা। তার অধীনে আয়োজক ও স্বাগতিক ব্রাজিলকে বিশ্বকাপের সেমিফাইনালে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারায় তার শিষ্যরা। ফাইনালে ফেভারিট আর্জেন্টিনাকেও হারিয়ে বিশ্বশিরোপা নিজেদের করে নেয় জোয়ামিক লো’র ছাত্ররা। পুরস্কার নেওয়ার পর জোয়াকিম লো বলেন, ২০১৪ নালটি আমার জন্য দারুণ একটি বছর ছিল। এটা আমার জন্য বিরাট সম্মানের দারুণ একটি বছর কাটানোর পর। এটা বিশ্বকাপের সুফল হিসেবে এসেছে। এটা আমার নিজস্ব সম্পত্তি নয়, এ পুরস্কারটি সবার জন্য। বিশ্বসেরা হতে জোয়াকিম লো ৩৬.২৩ শতাংশ ভোট পেয়েছেন। তার পিছনেই রয়েছে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। ২২.০৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হন আনচেলত্তি। আর অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে ১৯.০২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হন। এদিকে, মহিলা কোচের বর্ষসেরা পুরস্কার উঠেছে জার্মানির রাফ কেলারম্যানের হাতে। তিনি জার্মানির জায়ান্ট উলফসবার্গের হয়ে কোচিং পদে রয়েছেন। ২০১৩ সালে দলটিকে কেলারম্যান ট্রেবল শিরোপা পাইয়ে দিয়েছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া