adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ সফরে আসছে ভারত ও পাকিস্তান

Ind-Bd-pak.ক্রীড়া প্রতিবেদক : চলতি বছর বাংলাদেশ সফরে আসছে ভারত ও পাকিস্তান ক্রিকেট দল। তবে এক সঙ্গে নয়, আইসিসির ক্রিকেট পঞ্জিকা অনুসারে তারা ভিন্ন ভিন্ন সময়ে সফরে আসছে। পাকিস্তান দুটি ও ভারত একটি টেস্ট খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস সাংবাদিকদের জানান, এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে তারা।
তিনি আরো জানান, জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে ভারত। একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে তারা। গত বছর বাংলাদেশ সফরে এসে কোনো টেস্ট খেলেনি ভারত, কেবল তিনটি ওয়ানডে খেলেছিল।
আগামী বছর একটি টেস্ট খেলতে ভারতে যাওয়ার ব্যাপারে দেশটির বোর্ডের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে বলে জানান জালাল। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলতে ৩০ জুন বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা।
জালাল জানান, সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। সফরে তারা কয়টি ম্যাচ খেলবে তা এখনও ঠিক হয়নি।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া