adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেস্টের চতুর্থ দিনেই জয় নিউজিল্যান্ডের

NZ-e1419824415134স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে সফরকারী শ্রীলঙ্কার ফলোঅনে পড়াই ম্যাচের ভাগ্যলিপি লিখে দিয়েছিল।এরপর দলটির দ্বিতীয় ইনিংসে নবাগত দিমুথ করুণারত্মের ক্যারিয়ার সেরা ১৫২ রান কেবলমাত্র নিউজিল্যান্ডের জয়কে প্রলম্বিত করেছে। মান রক্ষা করে হেরেছে শ্রীলঙ্কা। সোমবার টেস্টের চতুর্থ দিন তৃতীয় সেশনে আট উইকেটের আয়েশি জয় তুলে নিয়েছে ব্লাক ক্যাপসরা। এর মাধ্যমে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে সফল একটি বছর শেষ করলো নিউজিল্যান্ড। যে বছরে দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে পাঁচবার জয় আনন্দ করতে পেরেছে ব্রেন্ডন ম্যাককুলাম বাহিনী। ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্ট জিততে নিউজিল্যান্ডের জন্য জয়ের লক্ষ্যমাত্রা ছিল মাত্র ১০৫ রানের। হাসতে হাসতেই তা জেতার কথা স্বাগতিকদের। কিন্তু নাছোড়বান্দা লঙ্কানরা হারের আগে হার মানতে চাননি। সেজন্য আত্মবিশ্বাসী শুরুর পরও ইনিংসের গোড়াপত্তনেই নিউজিল্যান্ডের ওপেনার টম লাথামকে (১৭) ফিরিয়েছেন সফরকারী দলের অভিষিক্ত স্পিনার থারিন্ডু কৌশল। অন্যদিকে কিউইদের আরেক ওপেনার হামিশ রাদারফোর্ডকে আচমকা অতিরিক্ত বাউন্সে চমকে দিয়ে গালিতে ক্যাচ দিতে বাধ্য করেন সামিন্দা ইরাঙ্গা। এরপরও ম্যাচে প্রভাব রাখতে চেয়েছে ম্যাথুসের বোলিং ব্রিগেড। কিন্তু কিউইদের টপ অর্ডারের দুই স্তম্ভ কেন উইলিয়ামসন (৩১) ও রস টেলর (৩৯) ঠাণ্ডা মাথায় বাকি কাজটা সমাধা করেছেন। লঙ্কার ছুঁড়ে দেয়া ১০৫ রানকে ৩০.৪ ওভারে দুই উইকেট হারিয়েই  মাড়িয়ে যান। দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। এর আগে টেস্টের তৃতীয় দিনের ৫ উইকেটে সংগ্রহ করা ২৯৩ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা। যখন ৫৩ রানে ব্যাট করছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস, আর ৫ রান করে তাকে সঙ্গ দিচ্ছিলেন থারিন্ডু কৌশল। সোমবার অবশ্য আগের দিনের অবিচ্ছিন্ন জুটিটাকে খুব বেশিদূর এগিয়ে নিতে পারেননি তারা। এদিন স্কোরবোর্ডে আর ১৪ রান যোগ করে দিনের প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন কৌশল। ব্যক্তিগত ১২ রান করে টিম সাউদির শিকার হন তিনি। এর ক্ষণিক বাদে ফিরে যান ম্যাথুসও। ৬৬ রান করে সেই সাউদিরই আরেকটি শিকারে পরিণত হন লঙ্কা দলপতি। ৩২০ রানে ম্যাথুসের বিদায়ের পর অনেকে ভেবেছিল সফরকারীদের ইনিংস সেখানেই শেষ। তবে সেই ধারণা ভুল প্রমাণ হয়েছে। লঙ্কার ইনিংসের লেজে মরণকাঁমড় দেয়ার চেষ্টা করেছেন সামিন্দা ইরাঙ্গা। ৪৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। যাতে দ্বিতীয় ইনিংসে ৪০৭ রান করতে সমর্থ হয় শ্রীলঙ্কা। ফলে নিউজিল্যান্ডের জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১০৫ রান। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে ব্রেন্ডন ম্যাককুলামের ঝড়ো ১৯৫ রানে প্রথম ইনিংসে ৪৪১ রান করে অলআউট হয় নিউজিল্যান্ড। এর জবাবে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রান করেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ফলে ফলোঅন করতে বাধ্য হয় সফরকারীরা। প্রসঙ্গত, নিউজিল্যান্ডকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এবং ১৩৪ বলে ১১টি ওভার বাউন্ডারি ও ১৮ চারে ১৯৫ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন কিউই অধিনায়ক ম্যাককুলাম।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া